Ajker Patrika

পিস্তল চাইনিজ কুড়াল গুলি উদ্ধার, আটক ২

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১২: ০২
পিস্তল চাইনিজ কুড়াল গুলি উদ্ধার, আটক ২

বাগেরহাট শহর থেকে বিশেষ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাট শহরের আলীয়া মাদ্রাসা রোডের মো. এবাদুল হোসেন তালুকদারের বাড়ি থেকে তিনটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল ও রড উদ্ধার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গতকাল শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব তথ্য জানিয়েছেন। আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকার মানিক হাওলাদার (৩০) ও একই এলাকার রুবেল সরদার (৪০)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর খুলনা-মাওয়া মহাসড়কের পাশের জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে মানিক হাওলাদার ও রুবেল সরদার নামের সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন।

তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গত শুক্রবার সকালে শহরের দক্ষিণ সরুই আলিয়া মাদ্রাসা রোড এলাকার পলাতক আসামি মাহফুজ কাজীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে ঘরের পাশের মুরগির ঘর থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, দুটি চায়নিজ কুড়াল ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে আসামি করে বাগেরহাট সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অন্য আসামি মাহফুজ কাজী এবং অস্ত্র সংরক্ষণ ও ব্যবহারের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট থানায় একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত