নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা খুবই জরুরি। শহীদ মিনার থাকলে শিক্ষার্থীদের হৃদয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিক। আশা করি সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি বিদ্যালয় আজগড়া বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের মতো দৃষ্টান্ত স্থাপন করতের সক্ষম হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের বি. আর. বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শহীদ মিনার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক মল্লিক সুধাংশুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান বিশেষ অতিথির বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক।
এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা-উপজেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উত্তর খুলনার আজগড়া ইউনিয়নের আজগড়া গ্রামে স্থাপিত এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর মহান ২১ শে ফেব্রুয়ারিতে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। বিদ্যালয় প্রতিষ্ঠার ২৭ বছর পর শহীদ মিনার নির্মাণের উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষে প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা খুবই জরুরি। শহীদ মিনার থাকলে শিক্ষার্থীদের হৃদয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিক। আশা করি সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি বিদ্যালয় আজগড়া বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের মতো দৃষ্টান্ত স্থাপন করতের সক্ষম হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের বি. আর. বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শহীদ মিনার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক মল্লিক সুধাংশুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান বিশেষ অতিথির বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক।
এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা-উপজেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উত্তর খুলনার আজগড়া ইউনিয়নের আজগড়া গ্রামে স্থাপিত এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর মহান ২১ শে ফেব্রুয়ারিতে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। বিদ্যালয় প্রতিষ্ঠার ২৭ বছর পর শহীদ মিনার নির্মাণের উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষে প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫