Ajker Patrika

১৯ মাস পর শিক্ষার্থীদের পদচারণা কুয়েটে

শামিমুজ্জামান, খুলনা
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৫: ৩৮
১৯ মাস পর শিক্ষার্থীদের পদচারণা কুয়েটে

গতকাল সোমবার থেকে শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্লাস। দীর্ঘ ১৯ মাস পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কুয়েট ক্যাম্পাস। প্রিয় ক্যাম্পাসে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। এদিকে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। অপরদিকে দীর্ঘ বন্ধের কারণে সেশন জট নিরসনে কর্তৃপক্ষ নিয়েছে বেশ কিছু উদ্যোগ।

করোনার কারণে গত বছর ১৮ মার্চ কুয়েট বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই থেকে শিক্ষার্থীরা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন। করোনার প্রকোপ কমে যাওয়ায় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর থেকে খুলেছে বিশ্ববিদ্যালয়ের হল। আর গতকাল থেকে শুরু হয়েছে ক্লাস। ক্যাম্পাসে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমদাদুল হক হাসিব বলেন, ‘দীর্ঘদিন পর ক্যাম্পাসে আসতে পেরে খুবই ভালো লাগছে।’

অপর শিক্ষার্থী মো. অলিউর ইসলাম বলেন, ‘করোনার সময়ে পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। এখন লক্ষ থাকবে দ্রুত ওই ক্ষতি পুষিয়ে নেওয়ার।’

এদিকে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া, মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে। কেউ অসুস্থ হলে তার আলাদা চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভুঞাঁ জানান, ‘প্রতিটি শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়া হবে। এ ছাড়া কেউ অসুস্থ হলে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।’

অপরদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় যে সেশন জট হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ ব্যবস্থা। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড, ইসমাইল সাইফুল্ল্যাহ বলেন, ‘সেশন জট নিরসনে আগামী ২ সপ্তাহের মধ্যে তৃতীয় ও চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের সকল প্র্যাকটিক্যাল ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত