Ajker Patrika

ঘিলাতলী ঐক্য বনবিহারে কঠিন চীবর দান

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ৩৮
ঘিলাতলী ঐক্য বনবিহারে কঠিন চীবর দান

রাঙামাটির জুরাছড়ি উপজেলার ঘিলাতলী ঐক্য বনবিহারে উদ্‌যাপিত হয়েছে ১৪তম কঠিন চীবর দানোৎসব। এই চীবর দানোৎসবকে ঘিরে দূর-দুরান্ত থেকে হাজারো পুণ্যার্থীর সমাগম ঘটে।

গতকাল সোমবার দিনব্যাপী ধর্মানুষ্ঠানের মধ্যে ছিল-বুদ্ধপূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, কঠিন চীবর দান, পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠ, ধর্মীয় দেশনা, হাজার বাতি দান, কল্পতরু প্রদক্ষিণ ও ফানুস বাতি উৎসর্গসহ নানাবিধ দান উল্লেখযোগ্য।

অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দ বিকাশ চাকমা ও প্রজ্ঞা চাকমা। পঞ্চশীল পাঠ করেন, স্মৃতি জীবন চাকমা ও কালাধন চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ঘিলাতলী ঐক্য বনবিহার পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্র চাকমা। বিশ্বের সকল প্রাণীর হিতসুখ মঙ্গলার্থে ভিক্ষু সংঘের সমীপে বিশেষ প্রার্থনা পাঠ করেন, অমর চাকমা।

অনুষ্ঠানে ভগবান বুদ্ধের অমৃতময় বাণীর উদ্ধৃতি দিয়ে ধর্ম দেশনা দেন, তক্ষশিলা বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ করুণা বর্ধন মহাস্থবির। লক্ষ্মীছড়ি বর্মাছড়ি আর্য কল্যাণ বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ জ্ঞানদ্বীপ স্থবির, রাজবন বিহারের অন্যতম ভিক্ষু ভদন্ত শ্রীমৎ সুশীলানন্দ স্থবির, তারাবন ভাবনা কেন্দ্রে বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ আদি কল্যাণ স্থবিরসহ অন্যান্য ভিক্ষু।

এ সময় অন্যান্য ভিক্ষুর মধ্যে উপস্থিত ছিলেন ঘিলাতলী ঐক্য বনবিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ অভ্র কীর্তি স্থবিরসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত