Ajker Patrika

পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫: ২৮
পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এসব উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, কাউন্সিলর মো. সোহেল হত্যাকাণ্ড শেষে দুর্বৃত্তরা এসব ফেলে গেছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিগার সুলতানা নামের একজন স্থানীয় বাসিন্দা ৯৯৯ নম্বরে কল দিয়ে অস্ত্রগুলোর খবর জানান। পরে পুলিশ সংরাই এলাকার একটি গলির রাস্তার পাশের ফাঁকা স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ব্যাগের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে, দুটি এলজি, একটি পাইপগান, ১২ রাউন্ড গুলি, ২০টি হাতবোমা, একটি লোহার রড, দুটি কালো রঙের টি-শার্ট।

অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সোহান সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, কাউন্সিলর মো. সোহেল হত্যাকাণ্ড শেষে এসব অস্ত্র ফেলে গেছেন অভিযুক্তরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত