Ajker Patrika

যৌতুকের মামলা বিচারকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৯
যৌতুকের মামলা   বিচারকের বিরুদ্ধে

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে কর্মরত এক বিচারকের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠেছে। এই অভিযোগে গত সোমবার রাজধানীর শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সহকারী জজ নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী কানিজ ফাতেমা। আদালত এই মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩ অক্টোবর জমার আদেশ দিয়েছেন। শাহবাগ থানার পরিদর্শক মাহফুজুল হক ভূঁইয়া মামলাটি তদন্ত করছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালের ৭ জুন নজরুল ইসলাম এবং কানিজ ফাতেমা বিয়ে করেন। বিয়ের পর কানিজকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন নজরুল। একপর্যায়ে নজরুল জমি কেনার জন্য গত ৩০ আগস্ট যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। কানিজ যৌতুক দিতে অস্বীকৃতি জানালে নজরুল তাঁকে মারধর করেন এবং তালাক দেওয়ার হুমকি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত