Ajker Patrika

নদীগর্ভে বিলীন বাড়ি ও জমি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ২০
নদীগর্ভে বিলীন বাড়ি ও জমি

গাইবান্ধার সুন্দরগঞ্জে চণ্ডীপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। পাড় ঘেঁষে ড্রেজার দিয়ে বালু তোলায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে বসতবাড়ি ও শত শত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ঝুঁকিতে রয়েছে আরও ঘরবাড়ি, ফসলি জমি, বিদ্যুতের খুঁটি, সড়ক ও নদীরক্ষা বাঁধ।

সরেজমিনে জানা যায়, প্রায় এক মাস ধরে দিন-রাত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেন স্থানীয় একটি চক্র। প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করে বিভিন্ন ঠিকাদারের কাছে বিক্রি করেন তাঁরা। এতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। ফলে বিপুল পরিমাণ রাজস্ব থেকে সরকার যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ।

স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের শুরুতেই ইউএনওকে মোবাইল ফোনে জানানো হয়েছিল। তিনি ব্যবস্থা নেননি।

সংবাদ পাওয়া মাত্র ব্যবস্থা নিলে হয়তো এ অবস্থায় পড়তে হতো না। প্রায় ১ মাস মেশিন চলার পরে গত রোববার অভিযান চালিয়ে ড্রেজার ধ্বংস করে দেন উপজেলা প্রশাসন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ‘কতিপয় প্রভাবশালীর মদতে দীর্ঘদিন চক্রটি বালু ব্যবসা পরিচালনা করছে। জীবনের ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পায় না।’

ছকিনা (৫৪) বলেন, ‘হামরা নদীর পাড়ের মানুষ। নদী আগে অনেক দূরত আছিল। নদীতে বড় বড় মেশিন বসেয়া বালু তোলে। সেই জন্যে নদী হামার বাড়িঘর ভাঙি নিয়ে গেল। মেশিনগুলা না বসাইলে নদী এত পাগলা হইলো না হয়।’

বিধবা জরিনা বেওয়া (৭০) বলেন, ‘তিস্তা নদীত অনেক আগেই মোর স্বামীর জমি ভাঙি গেইছে। সেই থাকি মুই নদীর পাড়ে মানুষের জমিত থাকোম। মোর থাকার শেষ জায়গাটাও দুইদিন আগে নদীত গেইছে। এখন মুই কই থাকিম, কি খাইম রে বাবা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, দেরিতে নয়, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই সেখানে অভিযান চালানো হয়েছে। ব্যস্ততার কারণে হয়তোবা দু-একদিন দেরি হয়েছে। এর আগেও ওই এলাকায় বালু উত্তোলনকারীদের একাধিকবার জরিমানা ও ড্রেজার ভেঙে দেওয়া হয়েছে। আবার ড্রেজার মেশিন স্থাপন করলে জানাতে বলেন তিনি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত