Ajker Patrika

পাঁচ বছরের শিশু হত্যার দা‌য়ে সৎমায়ের ফাঁসি

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ১২
পাঁচ বছরের শিশু হত্যার দা‌য়ে সৎমায়ের ফাঁসি

খুলনার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের শিশু কন্যা তানিশা খাতুন (৫ বছর) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে সৎ মা তিথি আক্তার মুক্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল খুলনার জেলা ও দায়রা জজ (সিনিয়র জেলা জজ) মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মুক্তা ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের দক্ষিণপাড়ার মৃত হোসেন আলী শেখের কন্যা। হত্যার শিকার শিশু তানিশা তেরখাদার আড়কান্দি গ্রামের মো. খাজা শেখের কন্যা।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, তেরখাদার আড়কান্দি গ্রামের আনসার ব্যাটালিয়নের সদস্য মো. খাজা শেখের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার মুক্তার সঙ্গে আগের স্ত্রীর শিশু সন্তান তানিশা থাকত। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে গত ৬ এপ্রিল রাতে শিশু তানিশাকে তার সৎ মা দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। তানিশার বাবা এ সময় বান্দরবানে পোস্টিং ছিলেন।

ঘটনায় পরদিন তেরখাদা থানায় তানিশার দাদা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের বিষয়ে গ্রেপ্তার হওয়ার পর মুক্তা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম ৩১মে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে মোট ২২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন জেলা পিপি শেখ এনামুল হক। এ রায়ের বিরুদ্ধে আসামি উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছেন আসামির আইনজীবী বাবুল হাওলাদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত