Ajker Patrika

আগাম শিম চাষে পীরগঞ্জে কৃষকের মুখে হাসি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আগাম শিম চাষে পীরগঞ্জে  কৃষকের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগাম জাতের শিম চাষ করা হয়েছে। বাজারে শিম ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জে ৩ হেক্টর জমিতে কৃষকেরা আগাম জাতের শিম চাষ করেছেন। এ ছাড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের খটশিংগা গ্রামে চাষ করা হয়েছে হাইব্রিট-৪০ জাতের শিম।

খটশিংগা গ্রামের শিমচাষি জাহেরুল ইসলাম জানান, তিনি ৩০ শতাংশ জমিতে হাইব্রিট-৪০ লাল জাতের শিম লাগিয়েছেন। জমিতে তাঁর সার, সেচ, কীটনাশক, বাঁশের চটি, পরিচর্যা বাবদ খরচ হয়েছে ২০ হাজার টাকা। তিনি আশা করছেন এক সপ্তাহের মধ্যে প্রথম দফায় শিম বিক্রি করবেন। পাইকাররা ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে শিম কিনছেন। খুচরা বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

জাহেরুল আরও জানান, আগাম জাতের শিম গাছে ৬ মাস পর্যন্ত ফলন পাওয়া যাবে। তিনি আরও ৪০ থেকে ৫০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবেন। বাজার ভালো থাকলে লাখ টাকার শিম বিক্রিও হতে পারে।

খটশিংগা গ্রামের আরেক চাষি কৃষ্ণ চন্দ্র রায় বলেন, আমি এবার ৫০ শতক জমিতে শিম চাষ করেছি। বর্তমানে কয়েক মাস দাম ভালো পাওয়া যাবে। শীতকালীন শিমের দাম কমে যায়। তখন কৃষকদের ১০-১২ টাকা কেজি দরে শিম বিক্রি করতে হয়। সব মিলিয়ে খরচ বাদে আমার ৩০ থেকে ৪৫ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, পীরগঞ্জ উপজেলায় আগাম জাতের শিমের চাষ বেশি হয়েছে। এই এলাকায় অনেকেই আগাম শিম চাষ করেছেন। কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত