Ajker Patrika

বদির হাতে আ.লীগের তিন নেতা মার খাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩: ৩০
বদির হাতে আ.লীগের তিন নেতা মার খাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদি ও তাঁর দলবলের হাতে আওয়ামী লীগের তিন নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার টেকনাফ উপজেলা আওয়ামী লীগ এ ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের এ কমিটি গঠন করে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে কমিটির সদস্য কারা জানতে চাইলে তিনি বলেন, কৌশলগত কারণে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা যাচ্ছে না। কমিটি এর মধ্যে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, শুক্রবার পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিভিন্ন বিষয়ে মতবিরোধের জের ধরে সভাস্থলেই তিন নেতাকে বেধড়ক পিটিয়েছেন বদি ও তাঁর দলবল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত