Ajker Patrika

সড়ক দখল করে বাজার

রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর) 
সড়ক দখল করে বাজার

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে এমসি, নয়নপুর ও জৈনা বাজার। বিকেল হলে ব্যস্ততম মহাসড়কের লেন দখল করে বসে দোকান। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বলছে, প্রতিনিয়ত মহাসড়কের ওপর বাজার উচ্ছেদে কাজ করে তারা। তবে বাস্তবে কোনো ধরনের তৎপরতা চোখে পড়েনি।বাজারসংশ্লিষ্টরা

বলছেন, মহাসড়কের ওপর বাজার না বসাতে আমরা সব সময় নিষেধ করি। তিনটি বাজার সরকারিবিধি অনুযায়ী উপজেলা প্রশাসন ইজারা দিলেও, প্রকৃতপক্ষে বাজারের নামে নির্দিষ্ট জমি নেই। তাই বাধ্য হয়ে মহাসড়কের লেন দখল করে দোকান বসে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উপজেলার এমসি, নয়নপুর ও জৈনা বাজারে লেন দখল করে বসেছেন দোকানিরা। ক্রেতারা ঝুঁকি নিয়ে কেনাকাটা করেন। ক্রেতাদের গা-ঘেঁষে চলাচল করছে দূরপাল্লার গণপরিবহন। অনেকটা ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে দেখা যায় ক্রেতাকে।

নয়নপুর এলাকার স্থানীয় বাসিন্দা কুদ্দুস আলী বলেন, ‘দুপুরের পর থেকে শুরু মহাসড়কের লেন দখলের হিড়িক। যে যার মতো করে ব্যস্ততম মহাসড়কের লেনে দোকান সাজিয়ে বসে। এরপর বিকেল হলে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। মহাসড়কের লেন দখল করে দোকান বসলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা আমাদের চোখে পড়ে না।’

নয়নপুর বাজারের ইজারাদার হাদিউল ইসলাম বলেন, ‘আমি সরকারের কাছ থেকে সব আইনি প্রক্রিয়া শেষে বাজার ইজারা পেয়েছি। বাজারে জায়গাস্বল্পতার জন্য বিকেলের দিকে দোকানিরা পণ্য নিয়ে মহাসড়কে বসে পড়েন। আমরা প্রতিনিয়ত তাঁদের নিষেধ করি।’

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লায়ন গণি মিয়া বাবুল বলেন, মহাসড়কের লেন তো দূরের কথা, মহাসড়কের পাশে হাটবাজার বসলেও ঝুঁকি রয়েছে। তাই যতদূর সম্ভব মহাসড়ক থেকে বাজার সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে প্রাণহানি বন্ধ করা উচিত।

ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, ‘মহাসড়কে বসার জন্য কোনো বাজার ইজারা দেওয়া হয়নি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ 
গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার আলী আহমেদ বলেন, ‘মহাসড়কের ওপর কোনোভাবেই বাজার বসতে দেওয়া হবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত