Ajker Patrika

ফি কমানোর দাবিতে বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি
ফি কমানোর দাবিতে বিক্ষোভ

সেমিস্টার ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন নরসিংদীর সাহেপ্রতাব তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউটের সামনে সকাল নয়টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে অবস্থান নেয়। এর আগে গত বুধবার দুপুরে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে দাবি আদায় না হওয়া অনির্দিষ্টকালের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি তাঁত বোর্ডের অধীনে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অর্ধেক বেতন ও সেমিস্টার ফি দেন। আমাদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে সেমিস্টার ফি চার থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের সমতুল্য সেমিস্টার ফি দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

নরসিংদী তাঁত শিক্ষা ও ট্রেনিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলজার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘একাধিকার বিষয়টি তাঁত বোর্ডকে দাপ্তরিক চিঠির মাধ্যমে জানানো হয়। বোর্ড থেকে সবকিছু নির্ধারিত হয়। আমাদের হাতে কিছুই করার নেই। এ ছাড়া এ প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক ও কর্মচারী খণ্ডকালীন হওয়ায় তাদের সেমিস্টার ফিসহ অন্যান্য ফি কমানোর সুযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত