Ajker Patrika

ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

কেরানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ২৭
ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

কেরানীগঞ্জে ১০১ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‍্যাব। গত মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. নাজু মিয়া (২৩) ও মো. বজলুর রহমান (২৬)।

র‍্যাব-১০, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ট্রাক, দুটি মোবাইল ফোন ও ৭৫০ টাকা জব্দ করা হয়।

মেজর ওবায়দুর রহমান বলেন, এ আটক ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত