চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীই স্নাতক। তাঁদের নামে কোনো ফৌজদারি মামলা নেই। তিন প্রার্থীর মধ্যে দুজন পেশায় ব্যবসায়ী। প্রার্থীরা গত ১৫ সেপ্টেম্বর তাঁদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় আয় ও সম্পদের বিবরণসহ আটটি তথ্য দিয়েছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু বিকম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পদপ্রার্থী আব্দুস সালাম দাওরায়ে হাদিস এবং স্বতন্ত্র পদপ্রার্থী আরেফিন আলম রঞ্জু বিএ। মাহফুজুর রহমান মনজুর আয়ের উৎস ব্যবসা। আরেফিন আলম রঞ্জুর আয়ের উৎস ঠিকাদারিসহ অন্যান্য। আব্দুস সামাদ বেসরকারি চাকরির কথা উল্লেখ করেছেন।
তিন প্রার্থীর মধ্যে আরেফিন আলম রঞ্জু ও আব্দুস সামাদের বিরুদ্ধে অতীতে কোনো মামলা ছিল না। তিন প্রার্থীরই বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। মাহফুজুর রহমান মনজুর বিরুদ্ধে একটি মামলা থাকলেও তাতে তিনি চূড়ান্ত প্রতিবেদনে খালাস পেয়েছেন।
হলফনামায় দেখা গেছে, আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজুর বার্ষিক আয় ৪ লাখ টাকা। তিনি প্রতিবছর ব্যবসা থেকে ৪ লাখ টাকা আয় করেন। অস্থাবর সম্পদের মধ্যে তাঁর কাছে ২০ হাজার টাকা, ব্যাংকে জমা ৭৩ হাজার ৫১১ টাকা, ব্যবসায়ে নিজ নামে বিনিয়োগ ৬০ লাখ ৮৬ হাজার ৪৮৯ টাকা। স্ত্রীর নামে ১০ লাখ ৯০ হাজার ৭৮০ টাকা রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে তাঁর কৃষি জমি রয়েছে দশমিক ১২ একর। নিজ নামে একতলাবিশিষ্ট একটি বাড়ি ও স্ত্রীর নামে দোতলা একটি বাড়ি। তবে ব্যাংক থেকে ৭৫ লাখ টাকার একটি ঋণ নেওয়া হয়েছে। স্ত্রীর ৫ ভরি স্বর্ণ রয়েছে।
এদিকে স্বতন্ত্র পদপ্রার্থী আরেফিন আলম রঞ্জুর বার্ষিক আয় ১৫ লাখ ১৩ হাজার ৫২১ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে প্রতিবছর তিনি আয় করেন ১০ লাখ ১৩ হাজার ৫২১ টাকা এবং অন্যান্য থেকে ৫ লাখ টাকা। নগদ টাকা আছে ১ লাখ টাকা।
নিজ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩৬ লাখ ৮৩ হাজার ৫১৪ টাকা। স্ত্রীর নামে ২ লাখ ৩২ হাজার ৮৩৩ টাকা। অন্যান্য ব্যবসায় নিজ নামে বিনিয়োগ ২ লাখ ৫৩ হাজার ৪৮৬ টাকা ও স্ত্রীর নামে ১০ লাখ ১৭ হাজার ১৬৭ টাকা। নিজ নামে ৫ ভরি ও স্ত্রীর নামে ৯ ভরি স্বর্ণ আছে। নিজ নামে একটি জিপ গাড়ি, একটি মোটরসাইকেলসহ অন্যান্য আসবাবপত্র রয়েছে। স্থাবর সম্পত্তি হিসেবে চারতলা পাকা বাড়ির তথ্য আছে।
অপর প্রার্থী আব্দুস সালাম বেসরকারি চাকরি ও কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ১ লাখ ২৬ হাজার টাকা। তাঁর কাছে ২০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে ১ লাখ ২০ হাজার টাকা ও ব্যবহৃত বিভিন্ন আসবাব রয়েছে। স্থাবর ৬ বিঘা কৃষি জমি, অকৃষি জমি দশমিক ৪ একর ও দোতলা একটি পাকা বাড়ির তথ্য উল্লেখ করেছেন তিনি।১৭ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীই স্নাতক। তাঁদের নামে কোনো ফৌজদারি মামলা নেই। তিন প্রার্থীর মধ্যে দুজন পেশায় ব্যবসায়ী। প্রার্থীরা গত ১৫ সেপ্টেম্বর তাঁদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় আয় ও সম্পদের বিবরণসহ আটটি তথ্য দিয়েছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু বিকম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পদপ্রার্থী আব্দুস সালাম দাওরায়ে হাদিস এবং স্বতন্ত্র পদপ্রার্থী আরেফিন আলম রঞ্জু বিএ। মাহফুজুর রহমান মনজুর আয়ের উৎস ব্যবসা। আরেফিন আলম রঞ্জুর আয়ের উৎস ঠিকাদারিসহ অন্যান্য। আব্দুস সামাদ বেসরকারি চাকরির কথা উল্লেখ করেছেন।
তিন প্রার্থীর মধ্যে আরেফিন আলম রঞ্জু ও আব্দুস সামাদের বিরুদ্ধে অতীতে কোনো মামলা ছিল না। তিন প্রার্থীরই বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। মাহফুজুর রহমান মনজুর বিরুদ্ধে একটি মামলা থাকলেও তাতে তিনি চূড়ান্ত প্রতিবেদনে খালাস পেয়েছেন।
হলফনামায় দেখা গেছে, আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজুর বার্ষিক আয় ৪ লাখ টাকা। তিনি প্রতিবছর ব্যবসা থেকে ৪ লাখ টাকা আয় করেন। অস্থাবর সম্পদের মধ্যে তাঁর কাছে ২০ হাজার টাকা, ব্যাংকে জমা ৭৩ হাজার ৫১১ টাকা, ব্যবসায়ে নিজ নামে বিনিয়োগ ৬০ লাখ ৮৬ হাজার ৪৮৯ টাকা। স্ত্রীর নামে ১০ লাখ ৯০ হাজার ৭৮০ টাকা রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে তাঁর কৃষি জমি রয়েছে দশমিক ১২ একর। নিজ নামে একতলাবিশিষ্ট একটি বাড়ি ও স্ত্রীর নামে দোতলা একটি বাড়ি। তবে ব্যাংক থেকে ৭৫ লাখ টাকার একটি ঋণ নেওয়া হয়েছে। স্ত্রীর ৫ ভরি স্বর্ণ রয়েছে।
এদিকে স্বতন্ত্র পদপ্রার্থী আরেফিন আলম রঞ্জুর বার্ষিক আয় ১৫ লাখ ১৩ হাজার ৫২১ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে প্রতিবছর তিনি আয় করেন ১০ লাখ ১৩ হাজার ৫২১ টাকা এবং অন্যান্য থেকে ৫ লাখ টাকা। নগদ টাকা আছে ১ লাখ টাকা।
নিজ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩৬ লাখ ৮৩ হাজার ৫১৪ টাকা। স্ত্রীর নামে ২ লাখ ৩২ হাজার ৮৩৩ টাকা। অন্যান্য ব্যবসায় নিজ নামে বিনিয়োগ ২ লাখ ৫৩ হাজার ৪৮৬ টাকা ও স্ত্রীর নামে ১০ লাখ ১৭ হাজার ১৬৭ টাকা। নিজ নামে ৫ ভরি ও স্ত্রীর নামে ৯ ভরি স্বর্ণ আছে। নিজ নামে একটি জিপ গাড়ি, একটি মোটরসাইকেলসহ অন্যান্য আসবাবপত্র রয়েছে। স্থাবর সম্পত্তি হিসেবে চারতলা পাকা বাড়ির তথ্য আছে।
অপর প্রার্থী আব্দুস সালাম বেসরকারি চাকরি ও কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ১ লাখ ২৬ হাজার টাকা। তাঁর কাছে ২০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে ১ লাখ ২০ হাজার টাকা ও ব্যবহৃত বিভিন্ন আসবাব রয়েছে। স্থাবর ৬ বিঘা কৃষি জমি, অকৃষি জমি দশমিক ৪ একর ও দোতলা একটি পাকা বাড়ির তথ্য উল্লেখ করেছেন তিনি।১৭ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪