Ajker Patrika

চোরাই চালসহ ধরা খেলেন ইউপি সদস্য

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৫: ৪২
চোরাই চালসহ ধরা খেলেন ইউপি সদস্য

সরকারি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউপির সদস্য শফিকুল ইসলাম শফি হাতেনাতে ধরা পড়েছেন। গত বুধবার পৌর শহরের বাখুয়া ওয়াপদার মোড়ে রাত ৯টার দিকে স্থানীয় দুই সাংবাদিকের কাছে ধরা পড়েন তিনি।

এরপর পুলিশে খবর দিলে ইউপি সদস্য জনগণের তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ওই ইউপি সদস্য জনসম্মুখে পরনের লুঙ্গি ফেলে অর্ধবিবস্ত্র হয়ে দৌড়ে পালিয়ে যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের দেওয়া সরকারি চাল অটোভ্যানে করে বড়হর ইউনিয়ন থেকে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে আসছিলেন ইউপি সদস্য ও চাল বিতরণের ডিলার শফিকুল ইসলাম শফি। এ সময় গোপনে খবর পেয়ে স্থানীয় দুই সাংবাদিক ভ্যানটি আটকে রেখে পুলিশে খবর দেন।

পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি জনসম্মুখে পরনের লুঙ্গি ফেলে অর্ধউলঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৫০০ কেজি সরকারি চাল জব্দ করে পুলিশ।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির আজকের পত্রিকাকে বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে সরকারি চাল ও পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম শফির পরনের লুঙ্গি ও জুতা উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত