Ajker Patrika

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ভোলা প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৫৭
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

চরফ্যাশনে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তোফায়েল হাজি (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত তোফায়েল হাজি উপজেলার নাংলা পাতা গ্রামের বাসিন্দা। তিনি চর কলমী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তবে অভিযোগকে প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি।

ঘটনার পর রাতেই ভুক্তভোগী শিশুর পরিবার বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ খানকে জানায়। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে শশীভূষণ থানায় মামলার পরামর্শ দেন তিনি।

শিশুটির মা অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে তোফায়েল হাজি তাঁর মেয়েকে ধর্ষণ করেন। সহপাঠী এক শিক্ষার্থী বিষয়টি দেখতে পেয়ে ভুক্তভোগী শিশুর নানিকে জানায়। তিনি ওই টং ঘর থেকে শিশুটিকে উদ্ধার করেন।

শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, তিনি বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে ধর্ষণের শিকার শিশুকে দেখেছেন। পরিবারের সঙ্গে কথা বলে তাদের থানায় গিয়ে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে এসেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ খান বলেন, ‘শিশুটিকে তার মা ও নানি আমার কার্যালয়ে নিয়ে আসেন। তোফায়েল হাজি নামে এক ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ করেছেন তাঁরা। আমি শিশুটিকে হাসপাতালে চিকিৎসা নিতে বলেছি এবং অভিযোগ সঠিক হলে থানায় মামলার পরামর্শ দিয়েছি।’

চরফ্যাশন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফারজানা ইয়াছমিন জানান, শিশুটির অবস্থা দেখে মনে হচ্ছে, সে একাধিক বার ধর্ষণের শিকার হতে পারে।

অভিযুক্ত তোফায়েল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিশুটি সম্পর্কে আমার নাতনি। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় নানা হিসেবে দুষ্টুমি করি। সে উল্টাপাল্টা বলায় একটা চড় মারি। এরপর আমার প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে ওই পরিবারটিকে আমার বিরুদ্ধে মামলা করতে উসকানি দিচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত