Ajker Patrika

সরু সেতুতে শত সংকট

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০১
সরু সেতুতে শত সংকট

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী-মালখানগর সড়কের ওপর নির্মিত সরু সেতু দিয়ে একসঙ্গে দুই গাড়ি চলতে পারে না। এতে বিঘ্ন হচ্ছে ওই এলাকার যানবাহন চলাচল। দীর্ঘদিন ধরেই স্থানীয়রা সরু সেতুটি ভেঙে প্রশস্ত সেতু নির্মাণের দাবি করে আসছেন। তবু সেই সেতু প্রশস্ত হয়নি। যানবাহন চলাচলে ওই সেতু কোনো কাজেই আসছে না।

গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেখা যায়, উপজেলার বয়রাগাদী থেকে মালখানগর সড়কটি ওপর একটি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ সরু সেতু। এ সেতুটি দিয়ে রিকশা-ভ্যান ও অটোরিকশা ছাড়া বড় আকারের কোনো যানবাহন চলাচল করতে পারছে না। তাই ইউনিয়নবাসী অতি দ্রুত সেখানে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

জানা যায়, ১৫ থেকে ১৮ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। এরপর থেকেই ওই এলাকা দিয়ে বড় ধরনের কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এই সেতুটি ভেঙে নতুন একটি বড় সেতু নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়নবাসী।

পথচারী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই সেতু দিয়ে দুইটি গাড়ি একসঙ্গে যেতে পারে না। এই সেতুটি ভেঙে বড় সেতু নির্মাণ করার দাবি জানাচ্ছি।’

অটোরিকশা চালক রুবেল বলেন, ‘এই সেতু দিয়ে দুটি অটোরিকশা এক সঙ্গে যেতে পারে না। একটি অটোরিকশা আসলে আরেকটিকে অপেক্ষা করতে হয়। তারপরে যেতে পারে। এই সেতুটি ভেঙে বড় সেতু বানিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি।’

বয়রাগাদী ইউপি সদস্য মো. ইয়াসিন বলেন, ‘এই সরু সেতুর ওপর দিয়ে বড় গাড়ি চলাচল করতে পারে না, আটকে যায়। টেংগুরিয়াপাড়া দিয়ে ঘুরে আসতে হয় বয়রাগাদী ইউনিয়নে।’

বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দিন বলেন, ‘এই সেতুটির বিষয়ে উপজেলা প্রশাসনকে জানিয়েছি। অতি শিগগিরই পুরোনো সেতুটি ভেঙে নতুন একটি বড় সেতু বানিয়ে দেওয়ার কথা চলছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা এ বিষয়ে বলেন, ‘এই সেতুটির জন্য সয়েল টেস্ট হয়ে গেছে। অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলে শিগগিরই কাজ ধরা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত