Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ০৬
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে বিএনপি। এ সময় ও স্মারকলিপি দিয়েছে নেতা-কর্মীরা। গতকাল বুধবার ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করা।

বুধবার দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা। পরে জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হকের নিকট স্মারকলিপি দেন তাঁরা।

এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসন বাবলু, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, আক্তারুল আলম ফারুক, এম এ হান্নান খান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম-আহ্বায়ক শামীম আজাদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত