Ajker Patrika

শয্যা বাড়লেও সুবিধা নেই ওটির যন্ত্রপাতিতে মরিচা

জাহাঙ্গীর হোসেন, নকলা
শয্যা বাড়লেও সুবিধা নেই ওটির যন্ত্রপাতিতে মরিচা

প্রতিষ্ঠার ৪৪ বছরেও চালু হয়নি ৫০ শয্যাবিশিষ্ট নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কার্যক্রম।  সঙ্গে রয়েছে জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যা। রোগী বহনের জন্য একটি অ্যাম্বুলেন্স থাকলেও চালকের অভাবে তা গ্যারেজেই নষ্ট হচ্ছে। পয়োনিষ্কাশনের জন্য নেই নালার ব্যবস্থা।

এমনকি কনসালট্যান্ট বসার রুম, রান্নাঘর, স্টোররুম, ডিজিটাল এক্স-রে মেশিন ও আল্ট্রাসনোগ্রামের ব্যবস্থাও নেই স্বাস্থ্য কমপ্লেক্সে।

এদিকে সংস্কারের অভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। রয়েছে বিদ্যুৎ লাইনের সমস্যা।

জানা যায়, ১৯৭৮ সালে যাত্রা শুরু হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সের। প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০ শয্যাবিশিষ্ট থাকলেও পরবর্তীকালে ৩১ ও সর্বশেষ ২০২২ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু সে তুলনায় বাড়েনি সুযোগ-সুবিধা। প্রায় ২ লাখ জনসংখ্যার স্বাস্থ্যসেবার ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বহির্বিভাগে ৭০০ থেকে ৮০০ এবং জরুরি ১০০ থেকে ১৫০ জন রোগী চিকিৎসা নিয়ে থাকেন।

এদিকে ৩১ জন চিকিৎসকের স্থানে রয়েছেন ২১ জন। এর মধ্যে অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত থাকেন। ৩৬ জন সেবিকার মধ্যে রয়েছেন ২৬ জন।

২৬ জনের মধ্যে ২ জন নার্সিং সুপারভাইজার। সেবার কাজ করেন ২৪ জন। অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় শেরপুর জেলা সদর হাসপাতাল কিংবা দূরবর্তী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় রোগীদের।

ওটি চালু না হওয়ায় সরবরাহ করা যন্ত্রপাতি মরিচা ধরে নষ্ট হচ্ছে। অ্যানেসথেসিয়া চিকিৎসককে ডেপুটেশনে শেরপুর সদর হাসপাতালে কাজ করতে হচ্ছে।

 স্থানীয় লোকজন জানান, নালার ব্যবস্থা না থাকায় বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানিতে তলিয়ে যায় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা। তখন রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের তৃতীয় তলার ছাদ নষ্ট হয়ে যাওয়ায় বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ে।

২ নম্বর নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের বাসিন্দা শাহানাজ পারভীন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু না থাকায় স্বল্প আয়ের মানুষের কষ্ট হয়। গর্ভকালীন জরুরি সিজারের প্রয়োজন হলে দূরে যেতে হয়। এতে প্রসূতি ও প্রসূতির গর্ভের বাচ্চার জীবন সংকটের মুখে পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘অ্যাম্বুলেন্সের জন্য চালক চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। চিকিৎসাসেবা বাড়ানোর জন্য আমরা ইতিমধ্যে ডিজিটাল প্যাথলজি রুম চালু করেছি। ২৪ ঘণ্টা ইসিজি সার্ভিস চালু রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত