Ajker Patrika

শতভাগ টিকা গ্রহণকারী উপজেলা ঘোষণা

বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১২: ৪১
শতভাগ টিকা গ্রহণকারী উপজেলা ঘোষণা

বাগেরহাটের ফকিরহাট উপজেলাকে দেশের প্রথম শতভাগ করোনার টিকা গ্রহণকারী উপজেলা ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ম বেতাগা দিবস অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া এই ঘোষণা দেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক মনজুরুল মুরশিদ, বাগেরহাট জেল প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা শাহানাজ পারভীন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখের সভাপতিত্বে বেতাগা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ ৮ম বেতাগা দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া বলেন, দেশের প্রথম উপজেলা হিসেবে বাগেরহাটের ফকিরহাটকে শতভাগ টিকা গ্রহণকারী উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ জন্য উপজেলার স্বাস্থ্য বিভাগ ও ফকিরহাটবাসীকে ধন্যবাদ জানান তিনি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস বলেন, ফকিরহাটে টিকা নেওয়ার যোগ্যতাসম্পন্ন ১ লাখ ২৬ হাজার লোক রয়েছেন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার মানুষকে করোনা টিকা দিতে সক্ষম হয়েছেন। বাকি ৬ হাজার লোক উপজেলার বাইরে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত