Ajker Patrika

সিআইপি কার্ড পেলেন ১৭৬ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৯: ৪৯
সিআইপি কার্ড পেলেন ১৭৬ ব্যবসায়ী

রপ্তানি ও বাণিজ্য খাতে বিশেষ অবদানের জন্য ১৭৬ জনকে সিআইপি কার্ড দিল বাণিজ্য মন্ত্রণালয়। দেশের ২২টি খাতের ১৮টি পণ্য এবং সেবা খাতের ১৩৮ জন রপ্তানিকারক এবং বাণিজ্য খাতের ৩৮ জন ব্যবসায়ী এই সিআইপি কার্ড পান। তাঁদের ২০১৮ সালের কার্যক্রমের জন্য মনোনয়ন দেওয়া হয়।

এ উপলক্ষে গতকাল সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। এতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি ও এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন এবং ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বিশেষ অতিথি ছিলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ২০৩০ সালের আগেই বাংলাদেশ এসডিজি অর্জন করবে। দেশের এ উন্নয়নে ব্যবসায়ীদের অবদান অনেক। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের বিকল্প নেই।’

টিপু মুনশি বলেন, ‘রপ্তানি আয় বাড়াতে আমাদের সক্ষমতা অর্জন করতে হবে। রপ্তানি বাণিজ্যে উৎসাহিত করতে সরকার সব সময়ই ব্যবসায়ীদের উৎসাহ প্রদান করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত