Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ৩৩
স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম

বরগুনার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর (আনারস প্রতীক) এজেন্ট সেন্টু বিশ্বাসকে (৬৫) কুপিয়ে জখমের পর পিটিয়ে আহত করেছে নৌকা প্রতীকের সমর্থকেরা বলে অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেল ৪টার দিকে ইউপির মাইঠা চৌমুহনী ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

সেন্টু বিশ্বাসের ছেলে হাসান মিয়া জানান, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর তাঁর বাবা কেন্দ্র থেকে বের হয়ে আসার সময় ১০–১৫ নৌকা সমর্থক এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় তিনি দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে ফের পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রাখে। স্থানীয়দের সহায়তার তাঁকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল ইসলাম নাসির বলেন, ‘এ ঘটনায় নৌকার কোনো কর্মী–সমর্থক জড়িত নয়।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে তাঁকে চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে আসি। থানায় অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত