Ajker Patrika

অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুট

সখীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৮: ৫১
অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুট

সখীপুরে একই পরিবারের সাতজনকে অচেতন করে লুটের ঘটনা ঘটেছে। এ সময় তিন লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন সেট ও একটি হীরার আংটি খোয়া গেছে বলে পরিবারের দাবি। গত বুধবার রাতে উপজেলার মুচারিয়াপাথার এলাকায় শামসুল আলম খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরদিন সকালে শামসুল আলম খান, তাঁর মা রহিমা বেগম, স্ত্রী সোনালী, বড় মেয়ে সাদিয়া, ছোট মেয়ে সামিয়া, ভাইয়ের বউ রিমি আক্তার ও গৃহকর্মী হাশেমকে অচেতন অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা জানাজানি হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে শামসুল আলমের বাড়ির সবাই ঘুমাতে যান। ইব্রাহীমের মেজো মেয়ে সাহারা আক্তার ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই রাতে ইমন ও শান্তা নামের প্রতারক দম্পতি ওই বাড়িতেই ছিলেন। ভোররাতে সবাইকে অচেতন দেখে মেজো মেয়ে সাহারা প্রতিবেশীদের ডাকাডাকি করেন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শামসুল আলম খান ও স্ত্রী সোনালী আক্তার বলেন, ‘গত দুই সপ্তাহ আগে ইমন ও শান্তা নামের এক দম্পতি কাজের সন্ধানে এলাকায় আসে। ওরা মাঝেমধ্যেই আমাদের বাড়িতে আসত। বুধবার রাতে ওরা আমাদের বাড়িতে এসে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিয়েছে বলে আমাদের ধারণা।’

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এখনো কেউ পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। সুস্থ হলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত