Ajker Patrika

ছয় কারখানার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১: ১২
ছয় কারখানার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে আবাসিক এলাকায় স্থাপিত ছয়টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ দূষণসহ ঝুঁকিপূর্ণ পরিবেশে কারখানা পরিচালনা করায় এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার ফতুল্লা ইসদাইর এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

অভিযানে ইসদাইর এলাকার বিভিন্ন ফ্ল্যাট বাড়ির নিচে ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত মজুমদার ওয়াশিং, বি এল ওয়াশ, এ এফ লন্ড্রি, সোনালি ডাইং, লোকনাথ ডাইং এবং এন এ ডাইংয়ের বিদ্যুৎ ও গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, ‘এই প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে পরিচালিত হচ্ছে। আবাসিক এলাকায় অবৈধভাবে উৎপাদন এবং খোলামেলা পরিবেশে বিষাক্ত ও দাহ্য পদার্থের ব্যবহার করার অভিযোগ রয়েছে। পাশাপাশি ব্যবহৃত বয়লারের কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ করছে তারা। এখানকার কোনো প্রতিষ্ঠানই ইটিপি প্ল্যান্ট ব্যবহার করছে না। এসব কারণ বিবেচনায় এনে আজকে (গতকাল) অভিযান পরিচালিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের জেলা উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, যারা নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। পর্যায়ক্রমে সব অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত