Ajker Patrika

সময় শেষ হয়ে এলেও চাল পাননি জেলেরা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৪: ৫৩
সময় শেষ হয়ে এলেও চাল পাননি জেলেরা

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে জেলেদের ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ৭ অক্টোবর শুরু হয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। মাছ ধরা বন্ধ রাখলেও যেন জেলেদের খাদ্যের অভাব না হয় সে কারণে কুষ্টিয়ার দৌলতপুরের চারটি ইউনিয়ন পরিষদের জেলেদের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। জেলেদের ইলিশ ধরা নিষিদ্ধের সময়সীমা প্রায় শেষ হয়ে এলেও বরাদ্দের চাল এখনো পাননি তিন ইউনিয়নের জেলেরা।

এই নিষেধাজ্ঞার সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত এবং বিনিময় না করতে। ইতিমধ্যে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে বেশ কয়েকজন জেলেকে জরিমানা করেছেন দৌলতপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

সরকারি বরাদ্দ জেলেদের হাতে এখনো না পৌঁছানোর বিষয়ে স্থানীয় প্রশাসনিক নানা সূত্রে জানা গেছে, এই বরাদ্দ উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগে যায়। এরপর বিতরণ করতে গিয়ে আরও সময় লাগে। জটিলতা দেখা দেয় স্থানীয় পর্যায়ে জেলেদের তালিকা করতে।

কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, দৌলতপুরসহ দু-একটি উপজেলায় জেলেদের তালিকা যাচাই-বাছাইয়ে দেরি হওয়ায় বরাদ্দের চাল বিতরণ সম্পন্ন করা সম্ভব হয়নি।

নদীতীরবর্তী ইউনিয়ন ফিলিপনগরের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু বলেন, ‘জেলেদের বরাদ্দ পাওয়া চাল শিগগিরই বিতরণ হবে বলে জেনেছি।’

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, ‘২২ অক্টোবর ১১৬ বস্তা চাল বুঝে পেয়েছি। বিতরণ করা হবে।’ 

উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ বলেন, ‘দৌলতপুরের চারটি ইউনিয়নের ৬৩০ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। ইতিমধ্যে তালিকার কাজ শেষ হয়েছে। আমরা চিলমারী ইউনিয়নের কিছু অংশে বিতরণ করেছি।’

উপজেলা মৎস্যজীবী লীগের নেতা আনিসুর রহমান চৌধুরী পল্টন বলেন, ‘আমাদের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয় সে অনুসারে চাল আসে না। প্রকৃত জেলেরা সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হলে আমাদের কাছে আসেন। এ বছরও আসছেন।’

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘এই ২২ দিনে নদীতে জাল নামানো নিষেধ। পরিদর্শন করে দেখেছি জালে প্রচুর পরিমাণে ইলিশের ডিম ও পোনা মাছ আটকাচ্ছে। অভিযান অব্যাহত থাকবে, চাল পর্যায়ক্রমে সবাই পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত