Ajker Patrika

এক কক্ষের ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭: ২২
এক কক্ষের ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে এক কক্ষের ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়েছেন ভোটাররা। এ নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন আমির উদ্দিন নামে এক ভোটার। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি সাদেকপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট।

আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার সাদেকপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ভোটার প্রায় ১ হাজার ৩০০। কিন্তু ওই ওয়ার্ডে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় স্থানীয় আলাকপুর জামে মসজিদ সংলগ্ন উত্তরপাড়া মক্তবে ভোটকেন্দ্র স্থাপন করা হয়। মক্তবটি এক কক্ষ বিশিষ্ট। ২০১৭ সালে মক্তবের পাশে ইমাম হোসাইন (রা.) বিদ্যানিকেতন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ওই প্রতিষ্ঠানটি সরকার কর্তৃক নিবন্ধিত। প্রতিষ্ঠানে পর্যাপ্ত কক্ষ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, সড়কের পাশে হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটিতে নির্বাচনী সরঞ্জাম আনা-নেওয়ায় সুবিধা হবে। সে জন্য মক্তব থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থানান্তর হলে সবার জন্য সুবিধা হবে।

সাদেকপুর ইউপির সদস্য ও আলাকপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানটি সড়কের পাশে হওয়ায় নির্বাচনী মালামাল আনা-নেওয়া করা এবং কেন্দ্র পরিদর্শনে কর্মকর্তাদের যাতায়াতে কোনো সমস্যা হয় না। সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থানান্তর করা হোক।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কোথায় কেন্দ্র হবে কিংবা স্থানান্তর করা হবে কি না-সেটি নির্বাচন কমিশন থেকে নির্ধারণ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত