Ajker Patrika

বাস বন্ধ, ট্রেনই ভরসা দূরের যাত্রীদের

জিয়াউল হক, যশোর
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ৫৮
বাস বন্ধ, ট্রেনই ভরসা দূরের যাত্রীদের

সড়কপথে গণ পরিবহণ বন্ধ থাকায় চাপ বেড়েছে রেলপথে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত যশোর থেকে ঢাকা যাওয়ার কোনো সিট খালি নেই। একই অবস্থা দূরপাল্লার অন্যান্য ট্রেনগুলোতেও।

এমনকি দাঁড়িয়ে থেকে গাদাগাদি করেও গন্তব্যে পৌঁছতে পারছেন না অনেকেই। যশোর রেল স্টেশনের মাস্টার আয়নাল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার আয়নাল হাসান আরও বলেন, ‘গতকাল শনিবার সকাল ৮টায় ১০ নভেম্বরের ঢাকার টিকিট ওপেন করা হয়েছিল। মাত্র আধা ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। এরপরও অন্তত দেড় শ মানুষ টিকিট না পেয়ে ফিরে গেছেন। কেউ কেউ দাঁড়িয়ে যাবেন বলেও টিকিট কেনার জন্য পীড়াপীড়ি করছিলেন। কিন্তু আমাদের টিকিট দেওয়ার অবস্থা নেই। তারপরও অনেকেই জোর করে ট্রেনে উঠে যাচ্ছেন। ভিড় সামলাতে আমাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’

গতকাল শনিবার যশোর স্টেশনে গিয়ে দেখা যায়, কপোতাক্ষ, মাহনন্দা, নকশিকাঁথা, বেনাপোল কম্পিউটার ট্রেনগুলো স্টেশনে আসলে শুরু হয় যাত্রীদের হুড়োহুড়ি। সিট দখল নয়, শুধুমাত্র ট্রেনে জায়গা করে নিতেই তাঁদের এ প্রতিযোগিতা।

এ সময় কথা হয় সাতক্ষীরা থেকে আসা আশরাফ আলীর সঙ্গে। তিনি এ প্রতিবেদককে জানান, সাতক্ষীরায় আত্মীয়ের বাড়িতে কাজে গিয়েছিলাম। সেখান থেকে দ্বিগুণ ভাড়া দিয়ে ইজিবাইকে করে যশোরে আসি। যাব চুয়াডাঙ্গা। টিকিট পাইনি তারপরও ট্রেনের জন্য এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি।

বিশেষ বাহিনীতে চাকরিরত শহরের পালবাড়ি এলাকার সাকিবুল ইসলাম বলেন, ‘আজ (গতকাল শনিবার) যেভাবেই হোক চাকরিতে যোগ দিতেই হবে। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছি। গতকালও স্টেশনে এসেছিলাম কিন্তু যেতে পারিনি। আজও (শনিবার) টিকিট পাইনি। কিন্তু যেভাবেই হোক যেতে হবে, সেই চেষ্টাতেই আছি।’

একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন আলামিন হোসেন। গত শুক্রবার ও শনিবার তিনিও ঢাকা যাওয়ার টিকিট পাননি। আল আমিন বলেন, ‘আজ চাকরিতে যোগ দিতে না পারলে খুবই বিপদে পড়ব।’

যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, ‘আমরা নতুন করে আর কোনো টিকিট বিক্রি করছি না। প্রচুর চাপ বাড়ছে। প্রতিদিনই অসংখ্য মানুষ টিকিট কিনতে এসে ফিরে যাচ্ছে। যে কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১১ নভেম্বর থেকে দিনের টিকিট সর্বোচ্চ ২৪ ঘণ্টা আগ থেকে বিক্রি করা হবে। ’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত