Ajker Patrika

অপূর্বর প্রযোজনায় সাবিলা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৩২
অপূর্বর প্রযোজনায় সাবিলা

ঘোষণাটা আসে কয়েক দিন আগে। নেভি ব্লু রঙের একটি কেকের ছবি ফেসবুকে পোস্ট করেন অপূর্ব। কেকের ওপর লেখা, ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। ক্যাপশনে খোলাসা করলেন আরও খানিকটা, ‘একটি নতুন শুরু। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।’ বোঝা গেল, নতুন উদ্যোগ নিয়েছেন অপূর্ব। শুরু করেছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান।

অপূর্বর প্রতিষ্ঠানের নাম ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। এরই মধ্যে এ প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হলো প্রথম নাটক। নাম ‘শুধু তুমিময়’। বানিয়েছেন মাহমুদুর রহমান হিমি, লিখেছেন যোবায়েদ আহসান। গত শুক্র ও শনিবার উত্তরায় হলো শুটিং। অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর।

অভিনয়ের বাইরেও অন্যান্য দিক, যেমন পরিচালনা, গল্প লেখা—এসবের প্রতি আগে থেকেই আগ্রহী অপূর্ব। এর আগে ২০১২ সালে ‘ব্যাকডেটেড’ নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেছিলেন। এ ছাড়া গত কয়েক বছরে অপূর্বর গল্পভাবনায় অসংখ্য নাটক নির্মিত হয়েছে। কেন তিনি আগ্রহী হলেন প্রযোজনায়?

অপূর্ব বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম। সারা বছর অভিনয় নিয়ে এতই ব্যস্ত থাকি যে ইচ্ছা থাকলেও অনেক কিছু করা হয়ে ওঠে না। নাটকে এখন সময় নিয়ে কাজ করা যায়, ভালো অ্যারেঞ্জমেন্টও থাকে। তারপরও নিজের কিছু গল্প থাকে, যেগুলো মনে হয় নিজের মতো তৈরি করতে পারলে আরও ভালো হয়। তাই এ উদ্যোগ।’

ড্রিমবক্স এন্টারটেইনমেন্টের ব্যানারে বিজ্ঞাপন, নাটক, সিনেমা, ইভেন্টসহ সব মাধ্যমেই কাজ করবেন অপূর্ব। তবে নিজের প্রতিষ্ঠান হয়েছে বলে অন্য প্রযোজকদের কাজ করবেন না, তা নয়। অপূর্ব বলেন, ‘আগে যেভাবে সবার সঙ্গে কাজ করতাম, সেভাবেই করব। কিছু কিছু কাজ ড্রিমবক্সের ব্যানারে হবে। মাত্র তো শুরু করলাম। দেখা যাক কত দূর কী করতে পারি!’

নিজের প্রতিষ্ঠানে নতুন নির্মাতাদেরও সুযোগ দিতে চান অপূর্ব। বিশেষ করে যারা সহকারী পরিচালক, অন্য নির্মাতাদের সঙ্গে কাজ করেন আর সুযোগ খোঁজেন নির্মাণের; তাঁদের সুযোগ দিতে চান অপূর্ব। অপূর্ব বলেন, ‘নতুনরা তো সব সময় ব্যতিক্রমী কাজ করেন। ড্রিমবক্সে তাঁরা সুযোগ পাবেন। তবে ভালো জানাশোনা থাকতে হবে। ভালো গল্প নিয়ে এলে আমার দুয়ার তাঁদের জন্য উন্মুক্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত