ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ ও মেরামতকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারকাজের প্রথম অংশে মাটিকাটা শেষ করে প্রথম স্তরে ইট বসাতে বালু দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। অত্যন্ত নিম্নমানের ইট দেওয়ার ফলে কাজ শেষ হওয়ার আগেই সামান্য বৃষ্টিতে সড়ক দেবে ও ধসে যাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার জমদ্দিস চৌপথি থেকে ভাটিয়ার চৌপথি পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক সংস্কারে ১ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রেজু রওনক এন্টারপ্রাইজ। মেয়াদ গত ৩০ জুন শেষ হলেও এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে ৩০ শতাংশ কাজ।
এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে এখানে ইট বসানোর কাজ শেষ না হতেই একাধিক স্থানে দেবে গেছে। এ জন্য তাঁরা গত রোববার বিকেলে কাজ বন্ধ করে দিয়েছেন।
শুকান দিঘি এলাকার রথিনাথ বলেন, ‘সড়কের পাশে পুকুর ধারে নিম্নমানের ইট দিয়ে সুরক্ষা দেয়াল নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন গালিগালাজ করে হুমকি দেন।’
তবে কাজ দেখভালের দায়িত্বে থাকা ঠিকাদারের ছোট ভাই আবদুল্লাহ বলেন, ‘ইটভাটা আমাদের না জানিয়ে এসব নিম্নমানের ইট পাঠিয়েছে। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। ভালো ইট এনে তারপর কাজ শুরু করব।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, ‘নিম্নমানের ইট সরিয়ে নিতে ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি। সড়কের কাজ এখনো শেষ হয়নি। বৃষ্টির পানি একদিকে প্রবাহিত হওয়ায় সড়কের কিছু জায়গায় মাটি সরে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ধসে যাওয়া ও দেবে যাওয়া অংশ পুনরায় ভরাট করে কাজ করবে। রাস্তার কাজ মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফামারীর ডিমলায় আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ ও মেরামতকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারকাজের প্রথম অংশে মাটিকাটা শেষ করে প্রথম স্তরে ইট বসাতে বালু দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। অত্যন্ত নিম্নমানের ইট দেওয়ার ফলে কাজ শেষ হওয়ার আগেই সামান্য বৃষ্টিতে সড়ক দেবে ও ধসে যাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার জমদ্দিস চৌপথি থেকে ভাটিয়ার চৌপথি পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক সংস্কারে ১ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রেজু রওনক এন্টারপ্রাইজ। মেয়াদ গত ৩০ জুন শেষ হলেও এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে ৩০ শতাংশ কাজ।
এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে এখানে ইট বসানোর কাজ শেষ না হতেই একাধিক স্থানে দেবে গেছে। এ জন্য তাঁরা গত রোববার বিকেলে কাজ বন্ধ করে দিয়েছেন।
শুকান দিঘি এলাকার রথিনাথ বলেন, ‘সড়কের পাশে পুকুর ধারে নিম্নমানের ইট দিয়ে সুরক্ষা দেয়াল নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন গালিগালাজ করে হুমকি দেন।’
তবে কাজ দেখভালের দায়িত্বে থাকা ঠিকাদারের ছোট ভাই আবদুল্লাহ বলেন, ‘ইটভাটা আমাদের না জানিয়ে এসব নিম্নমানের ইট পাঠিয়েছে। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। ভালো ইট এনে তারপর কাজ শুরু করব।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, ‘নিম্নমানের ইট সরিয়ে নিতে ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি। সড়কের কাজ এখনো শেষ হয়নি। বৃষ্টির পানি একদিকে প্রবাহিত হওয়ায় সড়কের কিছু জায়গায় মাটি সরে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ধসে যাওয়া ও দেবে যাওয়া অংশ পুনরায় ভরাট করে কাজ করবে। রাস্তার কাজ মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫