Ajker Patrika

১৬৪ ধারায় আরাফাতের জনানবন্দি

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ৩৪
১৬৪ ধারায় আরাফাতের জনানবন্দি

গাঁজা কেনার টাকা ফেরত না দেওয়ার জেরে ইজিবাইক গ্যারেজের ম্যানেজার শামীম খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্যারেজ কর্মী আরাফাত।

গতকাল শুক্রবার দুপুর ১২টায় জবানবন্দি রেকর্ড করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মো. শাহিদুল ইসলাম। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আবদুর রহিম জানান, হত্যার দুদিন আগে গ্যারেজ মালিক শামীম আসামি আরাফাতকে (২৮) মাদক কেনার জন্য ২০০ টাকা দেয়। সেই টাকা খরচ করে ফেলে আরাফাত। এ নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শামীম ওই টাকার আরাফতকে গালমন্দ করতে থাকে।

ঘটনার দিন রাত দেড়টায় আরাফতকে মোহাম্মাদ নগর বাবলু সড়কের চার্জিং পয়েন্টে ডেকে ডেকে নেয় শামীম। সেখানে শামীম ফের আরাফাতকে গালমন্দ করে। এরপর দুজন একসঙ্গে ঘুমিয়ে পড়ে। শামীম গভীর ঘুমে থাকায় রাত দেড় টার দিকে আরাফাত ঘুম থেকে উঠে গামছা পেঁচিয়ে তাঁকে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করে আরাফাত রাতেই সেখান থেকে পালিয়ে যায়।

এর আগে পুলিশ এ হত্যাকাণ্ডের সন্দেহে গত বৃহস্পতিবার বিকেল পৌনে চার টায় সাচিবুনিয়া থেকে আরাফতকে পুলিশি হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে তিনি কিছু তথ্য দেন।

স্বীকারোক্তি মোতাবেক আরাফাতের বাড়ি থেকে নিহতের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, ২৩ হাজার টাকা ও চার্জিং পয়েন্টের তথ্য সংরক্ষণের ডিভিআর ডিভাইস ময়ূর নদ থেকে উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত