Ajker Patrika

চার বছর পর আসছে নন্দিনী

চার বছর পর আসছে নন্দিনী

পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন সোয়াইবুর রহমান রাসেল। নাম ‘নন্দিনী’। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঢাকার নাজিরা মৌ। নিয়তির যুদ্ধে হার না-মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে গড়ে উঠেছে নন্দিনীর কাহিনি। সেই নারীর চরিত্রে দেখা যাবে নাজিরা মৌকে। আর ইন্দ্রনীল অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে।

২০১৯ সালের শেষ দিকে শুরু হয় নন্দিনী সিনেমার শুটিং। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে যাবতীয় কাজ শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকেও মুক্তির অনুমতি মিলেছে। আগামী বছর শুরুর দিকে মুক্তির পরিকল্পনা চলছে। তবে এর মধ্যে কেটে গেছে প্রায় চার বছর। দেরিতে হলেও নিজের প্রথম সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত নির্মাতা। সোয়াইবুর রহমান রাসেল বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সিনেমাটি মুক্তির প্রক্রিয়া চলছে। একজন নির্মাতার জন্য এর চেয়ে ভালো খবর আর কী হতে পারে।’

সিনেমাটি নির্মাণে বিলম্ব হওয়া নিয়ে রাসেল বলেন, ‘প্রথম লট শুটিং করার পর করোনা চলে আসে। এরপর প্রযোজক অসুস্থ হয়ে পড়লে শুটিং শেষ হতে আরও দেরি হয়ে যায়। সিনেমায় বেশ কয়েকজন ভারতীয় শিল্পী অভিনয় করেছেন। তাঁদের কাগজপত্র আর অনুমতির জন্যও সময় লেগেছে। তাই সেন্সর বোর্ডে জমা দিতেও সময় লেগে যায়। গত মাসে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। আশা করছি আগামী রোজার ঈদের আগে মুক্তি দিতে পারব।’

ইন্দ্রনীল-মৌ ছাড়া নন্দিনী সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর প্রমুখ।

মুক্তি উপলক্ষে সম্প্রতি নয়নতারা মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নন্দিনী সিনেমার প্রথম গান। ‘ও পরাণ পাখি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। পরিতোষ বাড়ৈর কথায় গানটির সুর করেছেন শুভ। সংগীতায়োজনে রাফি মোহাম্মদ।নির্মাতা জানিয়েছেন, পর্যায়ক্রমে প্রকাশ করা হবে নন্দিনী সিনেমার টিজার ও ট্রেলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত