Ajker Patrika

‘বঙ্গবন্ধুর নামে জাদুঘর করার চেষ্টা করব’

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০৪
‘বঙ্গবন্ধুর নামে জাদুঘর করার চেষ্টা করব’

ভারতের আগরতলার পুরোনো কেন্দ্রীয় কারাগার ঘিরে জড়িয়ে আছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি। তাই সেখানে বঙ্গবন্ধুর নামে একটি জাদুঘর করতে নিজে চেষ্টা করবেন বলে জানিয়েছেন ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রী (কারা, অগ্নিনির্বাপণ ও জরুরি সেবা) রাম প্রসাদ পাল।

রাজশাহীতে বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী রাম প্রসাদ এ কথা বলেন। গতকাল শনিবার দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় এর আয়োজন করা হয়। রাম প্রসাদ পাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সেখানেই জাদুঘর করার ইচ্ছার কথা জানান তিনি।

রাম প্রসাদ বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরাও সেই ডাক শুনেছি। আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, বঙ্গবন্ধু সেই আগরতলা জেলে ছিলেন। আমি ত্রিপুরা সরকারের জেলমন্ত্রী, সেই সুবাদে আমিও বলব—আমি ত্রিপুরায় গিয়ে আমাদের সরকারের সঙ্গে কথা বলে বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে জেলের মধ্যে যেন একটা ভবন করা যায়, সেই চেষ্টা আমি রাখব, আপনাদের সম্মানার্থে।’

রাম প্রসাদ বলেন, ‘ভারতের ১৪০ কোটি ও বাংলাদেশের ১৮ কোটি মানুষের সম্পর্কের জন্য আজ আমরা রাজশাহীতে এসেছি। আমাদের কথা ভাষণের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে সেটা যেন কার্যক্রমের মাধ্যমে চলতে থাকে। বাংলাদেশের সঙ্গে আমাদের যে আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। সেই সম্পর্ক কোনো দিন মুছে যাওয়ার নয়। এই সম্পর্ক চির অটুট থাকবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ আরও অনেকে বিশেষ অতিথি ছিলেন। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সভাপতিত্ব করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত