Ajker Patrika

ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১০: ২৮
ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

অস্বাভাবিক হারে বাংলাদেশ বিমানসহ সকল এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানিয়েছেন রিক্রুটিং এজেন্সির মালিকেরা। হঠাৎ ভাড়া বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যগামী কর্মীরা বিপাকে পড়েছেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইট কম থাকায় টিকিট পাচ্ছেন না অনেকে। এমন পরিস্থিতিতে অনেকের ভিসা ও ছুটির মেয়াদ ফুরিয়ে আসছে, দেখা দিয়েছে চাকরি হারানোর শঙ্কা।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা জানান রিক্রুটিং এজেন্সির মালিকেরা।

রিক্রুটিং এজেন্সির মালিকেরা বলেন, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ৩০-৪০ হাজার টাকার টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়ে ৭০-৯৫ হাজার টাকা করা হয়েছে। ফ্লাইট সংখ্যা কম থাকায় প্রতিদিন ৫ হাজার চাহিদার বিপরীতে মধ্যপ্রাচ্যের দেশে পাঠানো যাচ্ছে মাত্র তিন হাজার যাত্রীকে। এর ফলে ছুটি কাটাতে দেশে আসা অনেক কর্মীর সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন ভিসাপ্রাপ্তরাও আছেন বেকায়দায়। এমন পরিস্থিতি চলতে থাকলে এই খাতে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে।

হঠাৎ করে অস্বাভাবিক হারে ভাড়া বৃদ্ধির কারণ অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা। একই সঙ্গে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের সৌদিসহ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটসংখ্যা বৃদ্ধি, ন্যায্য ভাড়া নির্ধারণ এবং সিন্ডিকেট করে টিকিটের মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোর্ড গঠনেরও দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন এম টিপু সুলতান, লিমা বেগম, মাস্তফা মাহমুদ, আরিফুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত