Ajker Patrika

সিরাজদিখানে আলুর বীজ বপনে ব্যস্ত কৃষকেরা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২২: ৫২
সিরাজদিখানে আলুর বীজ বপনে ব্যস্ত কৃষকেরা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলু রোপণের জন্য জমি প্রস্তুতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত বছরের তুলনায় এবার দেরিতে আলু রোপণ শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকদের নিয়ে আর কয়েক দিন পর পুরোদমে আলু রোপণ উৎসবে মেতে উঠবেন চাষিরা। এরই প্রস্তুতি হিসেবে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিমাগার থেকে বীজ আলু আনা, জমি পরিষ্কার করা হচ্ছে।

অবশ্য অনেক জায়গায় আলু রোপণ শুরু করে দিয়েছেন চাষিরা। উপজেলার ১৪টি ইউনিয়নে এখন চলছে কৃষি জমি প্রস্তুতের কাজ। কৃষক মাঠে কাজ করছেন আর বাড়িতে নারীরাও বীজ আলু কাটায় ব্যস্ত। আগামী এক মাস ধরে আলুর আবাদ চলবে।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলা বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামের কৃষকেরা আলু রোপণ করছেন। এ ছাড়া অনেককে জমি তৈরির কাজ করতে দেখা যায়। বেশির ভাগ নিচু জমি থেকে মেশিন দিয়ে পানি শুকাতে হচ্ছে চাষিদের। এর ফলে আলু রোপণে দেরি হচ্ছে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, আলু রোপণের আদর্শ সময় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ২৫ দিন পর্যন্ত। গত বছর আলু চাষ হয়েছে ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে। এ বছর ৯ হাজার ৪০০ হেক্টর জমিতে আলুচাষ হতে পারে।

উপজেলার গোবরদী গ্রামের কৃষক মোহাম্মদ সেলিম বলেন, ‘আমি আলু বোনা শুরু করেছি। প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার মতো খরচ হবে। গতবার আলু বিক্রি করে লাভ হয়নি। তারপরও জমি যেহেতু রেখে ফেলেছি সে জন্য আলু রোপণ করছি।’

আরেকজন কৃষক মো. ইয়াসিন বলেন, দুই দিন পর থেকে আলু রোপণ শুরু করা হবে। সে জন্য জমিগুলো পরিষ্কার করা হচ্ছে।

উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোহসিনা জাহান তোরণ বলেন, যাদের জমি শুকিয়ে গেছে, ধান কাটা শেষ হয়ে গেছে, তারা জমি পরিষ্কার করে আলু রোপণের প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া অনেকেই আলু রোপণ শুরু করে দিয়েছেন। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি আলু ছাড়া যেন অন্যান্য ফসলও রোপণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত