Ajker Patrika

হারিয়ে যাচ্ছে বাঁশ-বেতশিল্প

ভূঞাপুর প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২২: ৫২
হারিয়ে যাচ্ছে বাঁশ-বেতশিল্প

আধুনিক প্রযুক্তির নতুন পণ্য আকৃষ্ট করছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবাইকে। ফলে তাঁরা নিত্যনতুন জিনিস দিয়ে সাজাচ্ছে ঘর ও অফিস। তাই গ্রামীণ অনেক শিল্প বিলুপ্তির পথে। এরই ধারাবাহিকতায় দিন দিন হারিয়ে যাচ্ছে ভূঞাপুর উপজেলার গ্রামীণ ঐতিহ্যের বাঁশ ও বেতশিল্প।

একসময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালি, কৃষি, ব্যবসাক্ষেত্রে বেত ও বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করত। বর্তমানে গৃহস্থালিতে শোভা পাচ্ছে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি নানা ধরনের জিনিসপত্র। এ ছাড়া প্লাস্টিক পণ্য টেকসই ও দামও কম। মানুষও তাই প্লাস্টিকসামগ্রীর দিকে ঝুঁকে পড়ছে। ফলে কদর কমছে বাঁশ-বেতের তৈরি পণ্যের।

সরেজমিনে উপজেলার নিকরাইল, শিয়ালকোল, গোবিন্দপুর, পাঁচটিকড়ি, গোবিন্দাসী বাজারে গিয়ে দেখা যায়, বাঁশ ও বেতের পণ্যসামগ্রীর ক্রেতা প্রায় শূন্যের কোঠায়। এসব পণ্য সাজিয়ে বসে আছেন বিক্রেতারা।

বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় দেশের বিস্তীর্ণ জনপদে চাষ হতো বাঁশ ও বেত। ঘরের কাছের ঝাড় থেকে বাঁশ-বেত কেটে গৃহিণীরা তৈরি করতেন হরেক রকমের পণ্য। এসব বিক্রি করেই চলত তাঁদের সংসার। তবে এখনো গ্রামীণ উৎসব ও মেলায় খোল, চাটাই, খালুই, ধামা, টোনা, পাল্লা, মোড়া, বুক শেলফ, ঝাড়নি, চালুন ইত্যাদি চোখে পড়ে।

শিয়ালকোল হাটে বাঁশের পণ্য কিনতে আসা সোহেল মিঞা বলেন, ‘বাঁশ-বেতের জিনিস বর্তমানে তেমন কোনো কাজে আসে না। তবুও মাছ ধরার একটি খালুই কিনতে আসছি। দাম শুনে কেনার সাধ হারিয়ে গেছে।’

বাঁশ ও বেতের তৈরি পণ্য বিক্রেতা কাশেম আলী বলেন, ‘বর্তমানে বাঁশ-বেতের তৈরি পণ্য বিক্রি খুবই কম। প্লাস্টিক ও মেলামাইনের পণ্য মানুষকে বেশি আকৃষ্ট করায় এসব পণ্যের ক্রেতার সংকট রয়েছে। বর্তমানে বাঁশের দাম বেশি হওয়ায় এসব জিনিসের দামও বেশি।’

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু বলেন, ‘এ শিল্পের কারিগরদের বিনা সুদে ঋণ দেওয়াসহ আগের মতো বাঁশ-বেতের জিনিসপত্র ব্যবহার বাড়াতে হবে। তাহলেই এই পরিবেশবান্ধব ঐতিহ্যকে ফিরিয়ে আনা সম্ভব।’

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফনুর মিনি বলেন, ‘শিল্পটি যেন বিলুপ্ত না হয় সেদিক খেয়াল রেখে এসব পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত