Ajker Patrika

চরাঞ্চলে ফিরেছে সুদিন

আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) 
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ৩৩
চরাঞ্চলে ফিরেছে সুদিন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বন্যা ও নদীভাঙনে প্রতিবছরই মানুষ সর্বস্বান্ত হয়। কিন্তু সরকারের আন্তরিকতায় এ অঞ্চলের মানুষের জীবনে ফিরে এসেছে আর্থিক স্থিতিশীলতা ও সুদিন।

সরেজমিনে ব্রহ্মপুত্র নদের চর খাটিয়ামারী, উজালডাঙ্গা, কাউয়াবাধা ও কুচখালী চর এলাকা ঘুরে দেখা গেছে, কৃষক ও দিনমজুরদের ব্যস্ততার চিত্র।

খাটিয়ামারী চরের কৃষক আব্দুর রশিদ (৪৫), নয়া মিয়া (৫২), ইসমাইল হোসেন (৪৮) ও কাউয়াবাধা চরের আমিনুল ইসলাম (৪৮) জানান, ‘এখন আশ্বিন-কার্তিক মাসে আগের মতো মঙ্গা নেই। সবজি চাষ করে অভাব দূর করতে সক্ষম হয়েছেন তাঁরা। আগে এ সময় কাজ থাকত না। খেয়ে না খেয়ে থাকতে হতো। এখন কাজের অভাব নেই।’

চরের বাসিন্দারা জানান, বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ থেকে এপ্রিল এই পাঁচ মাস কৃষিকাজ না থাকায় এ অঞ্চলের লোকজন বেকার হয়ে পড়তেন। মৌসুমের এই সময়ে বেকারত্বের কারণেই দেখা দিত খাদ্যের অভাব বা মঙ্গা। এই মঙ্গা শব্দটি এ অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। এখন আর সে অবস্থা নেই।

ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক বলেন, সরকার ও এনজিওদের প্রচেষ্টায় এ অঞ্চল থেকে আশ্বিন-কার্তিক মাসের মঙ্গা দূর হয়েছে। এ সময় সরকারের কৃষি ভর্তুকি, ভিজিএফ, ভিজিডি, ১০ টাকা দরে চাল, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, বিধবা ভাতা ও বয়স্ক ভাতা কর্মসূচির মাধ্যমে নিম্নবিত্ত ও বিত্তহীনদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া বলেন, সরকারের গৃহীত বিভিন্নমুখী কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হওয়ায় এখন আর এ অঞ্চলের মানুষের মাঝে খাদ্যাভাব নেই। তা ছাড়া এখন চরাঞ্চলের অনেক জমিতে শাকসবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত