Ajker Patrika

আস্থা বাড়ছে পর্যটন পুলিশে

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬: ২৬
আস্থা বাড়ছে পর্যটন পুলিশে

পর্যটনের অফুরন্ত সম্ভাবনাময় অঞ্চল বান্দরবান। প্রাকৃতিক অসংখ্য পর্যটনকেন্দ্রের পাশাপাশি বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে এ জেলায়। বিশেষ করে এক দশক ধরে পর্যটনশিল্পের দ্রুত বিকাশ ঘটেছে বান্দরবানে। প্রতিবছর কমপক্ষে ১৫ লাখ পর্যটক বেড়াতে আসেন এ জেলায়।

এসব পর্যটকের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে পর্যটন (টুরিস্ট) পুলিশ গঠন করেছে সরকার। সম্প্রতি বান্দরবানে বাড়ানো হয়েছে পর্যটন পুলিশের কার্যক্রম। এতে আস্থা বেড়েছে পর্যটকদের।

পর্যটন পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বান্দরবানের পর্যটন এলাকা থানচিতে একটি সাব জোন কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এর ইনচার্জ হিসেবে আছেন একজন উপপরিদর্শক (এসআই)। এ ছাড়া একজন এএসআই, একজন নায়েক এবং একজন কনস্টেবল রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতেও সাব জোন চালু করা হবে।

এ ছাড়া বান্দরবানে পর্যটন পুলিশের জোনাল কার্যালয় রয়েছে। জেলা সদরের মেঘলা পর্যটন এলাকায় পর্যটন পুলিশের জোনাল ও সদর জোন কার্যালয় রয়েছে। টুরিস্ট পুলিশের সুপারের কার্যালয়কে জোনাল কার্যালয় ও পরিদর্শক পদমর্যাদার একজন ইনচার্জের অধীনে একটি জোন কার্যালয় থাকে। আর একজন সহকারী পরিদর্শকের (এসআই) অধীনে একটি সাব জোন থাকে। বান্দরবানে জোনাল কার্যালয়ের আওতায় একটি জোন ও একটি সাব জোন রয়েছে।

সম্প্রতি ময়মনসিংহ থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্র নীলাচলে বেড়াতে এসেছেন নুরে আলম, আমজাদ হোসেন, দিদার আলমসহ আরও কয়েকজন। তাঁরা বলেন, পর্যটনকেন্দ্রগুলোতে সম্প্রতি টুরিস্ট পুলিশ দেওয়া হয়েছে। এতে তাঁরা স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাবোধ করছেন। তবে টুরিস্ট পুলিশের কাছে যদি অন্যান্য পর্যটনকেন্দ্রের তথ্য থাকে, তাহলে আরও ভালো হবে।

বান্দরবান টুরিস্ট পুলিশের জোন কার্যালয়ের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল হক জানান, জেলা সদরের মেঘলায় তাঁদের কার্যালয় রয়েছে। তাঁরা জেলায় আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা দিয়ে থাকেন।

তিনি বলেন, বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের যেকোনো বিষয়ে সহযোগিতা করার জন্য টুরিস্ট পুলিশের সদস্যরা সদা প্রস্তুত। পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটকেরা যাতে পর্যটনকেন্দ্র সম্পর্কে তথ্য জানতে পারেন, সে ব্যাপারেও সহযোগিতা করা হয়।

আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, বান্দরবান টুরিস্ট পুলিশের জোনাল কার্যালয়ে একজন পুলিশ সুপার রয়েছে। বর্তমান পুলিশ সুপার হলেন মো. আবদুল হালিম। তাঁর নেতৃত্বে টুরিস্ট পুলিশ কাজ করছে। এখানে পরিদর্শক দুজন, এসআই চারজন, এএসআই আটজন, নায়েক তিনজন এবং কনস্টেবল একজন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত