Ajker Patrika

মোদির জন্মদিন পালনে ২১ দিনের কর্মসূচি

প্রতিনিধি, কলকাতা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৭
মোদির জন্মদিন পালনে ২১ দিনের কর্মসূচি

১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিন। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোদি-উৎসব উদ্‌যাপন করবে ক্ষমতাসীন দল বিজেপি। এর অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর রেকর্ড ডোজ করোনার টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এ জন্য বিজেপিকর্মীদের প্রশিক্ষণের বন্দোবস্তও করা হয়েছে। এ ছাড়া আয়োজন করা হয়েছে মোদি মেলার। ২১ দিন ধরে দেশজুড়ে চলবে প্রচারণা।

তবে এ নিয়ে বেশ কটাক্ষ শুরু করেছেন বিরোধীরা। মোদিবিরোধীরা ১৭ সেপ্টেম্বরকে ‘জুমলা দিবস’ (মিথ্যা প্রতিশ্রুতি দিবস) হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। মোদির জন্মদিনে যুব কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে ‘জাতীয় বেকার দিবস’ পালনের কথা। সিপিএম পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাত প্রশ্ন তুলেছেন, সরকারি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের যৌক্তিকতা নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত