Ajker Patrika

কুয়াকাটায় আবারও ভেসে এল মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫১
কুয়াকাটায় আবারও ভেসে এল মৃত ডলফিন

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত শুশুক জাতীয় ডলফিন ভেসে এসেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ৬ কিলোমিটার পূর্বে গঙ্গামতি সৈকতের তেত্রিশকানি এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’র সদস্যরা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডারকে জানানো হয়। মৃত ডলফিনটির ৫ ফুট লম্বা।

প্রত্যক্ষদর্শী কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘সাত দিন আগে ঠিক এই পয়েন্টে’ই একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। তবে এটি অর্ধগলিত না। ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, জেলেদের আঘাতে এটির মৃত্যু হয়েছে।’

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘আজ কুয়াকাটা সৈকতে ৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ভেসে এসেছে। খবর পেয়ে আমাদের টিম ওখানে পর্যবেক্ষণ করেছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর একটি ৭ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন ভেসে এসেছিল। ইতিমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে।’

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে ডলফিনটির ময়নাতদন্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত