Ajker Patrika

চাঁদগ্রামে এবার ১২ সেচযন্ত্র লুট

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৪: ৫২
চাঁদগ্রামে এবার ১২ সেচযন্ত্র লুট

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে এবার ১২টি সেচযন্ত্র লুটের অভিযোগ উঠেছে। এর আগে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মণ্ডল হত্যার ঘটনার জের ধরে মালিথা ও প্রামাণিক বংশের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সেচযন্ত্র চুরির ঘটনায় গত বুধবার রাতে চাঁদগ্রামের কৃষক শরিফুল ইসলাম ৮ জনের নাম উল্লেখ করে ভেড়ামারা থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, মণ্ডল ও মালিথা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যখন হত্যার ঘটনা ঘটেছে, তখনই লুটপাটের ঘটনা ঘটে। এবার সিদ্দিক হত্যার জের ধরে চাঁদগ্রামে বসতঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ ছাড়া বুধবার ভোরে চরপাড়া মাঠ থেকে ১২টি সেচযন্ত্র লুট হয়।

কৃষক শরিফুল ইসলাম বলেন, ‘রবিউল, সেলিম ও ওয়াসিমসহ আটজন পূর্বশত্রুতার জের ধরে বুধবার ভোরে আমার বর্গাকৃত চড়ের জমিতে গিয়ে একটি সেচের মেশিন তুলে নিয়ে গিয়েছে। এ সময় নলকূপের অন্যান্য যন্ত্রাংশ নষ্ট করে দিয়ে যায়। বাধা দিতে গেলে ১০ বিঘার ধান নষ্ট করে দেওয়ার হুমকি দেয়। অথচ দুই বংশের আমি কেউ না। সেচের অভাবে আমার ১০ বিঘা জমির ধান শেষ হয়ে যাবে। এটি হলে আমি নিঃস্ব হয়ে যাব।’

অভিযুক্তদের একজন মো. ওয়াসিম বলেন, ‘শত্রুতামূলক আমার নাম দিয়েছে। আমার বিরুদ্ধে মেশিন লুটের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। মেশিন হারিয়েছে, সত্য কথা। তবে যারা এর সঙ্গে জড়িত তদন্ত করে আইনের আওতায় আনা হোক।’

ওই মাঠের কৃষক আব্দুল হামিদ কটা বলেন, ‘আমার ৪টা সেচযন্ত্র লুট করে নিয়ে গেছে। এ ছাড়া রেজাউলের ২টি, ভাষার ২টি, রিপন, জিয়া, আসাদ ও রাজুর একটি করে সেচযন্ত্র লুট হয়েছে।’

এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, ১২টি সেচযন্ত্র লুট হয়েছে এমন অভিযোগ এখনো পাইনি। তবে একটির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম মধ্যপাড়া গ্রামে গত ১৮ ফেব্রুয়ারি বংশগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগ নেতা ও মণ্ডল বংশের সিদ্দিকুর রহমান মণ্ডল নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত