Ajker Patrika

করোনাকালে শিশু নির্যাতন বেড়েছে

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০১
করোনাকালে শিশু নির্যাতন বেড়েছে

করোনাকালে শিশু পাচার, শিশুর প্রতি যৌন ও শারীরিক নির্যাতন বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বাল্যবিবাহ ও মানসিক সহিংসতার শিকার হয়েছে। যা ভবিষ্যৎ প্রজন্ম ও সমাজের ওপর খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। বাসযোগ্য পৃথিবী করতে শিশুদের ওপর সকল প্রকার সহিংসতা বন্ধ করতে হবে।

গতকাল শুক্রবার দুপুরে করোনা মহামারির পরিপ্রেক্ষিতে শিশু পাচার ও শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধ ও সুরক্ষায় স্থানীয় সরকারের কমিটির প্রশাসনিক ব্যবস্থার প্রয়োগ ও চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ এবং ইনসিডিন বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম খান আলম। এ সময় উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জি, উদয়ন বাংলাদেশের পরিচালক ইশরাত জাহান, সাবেক শিক্ষক মুখার্জি রবিন্দ্রনাথ, শিক্ষক তহমিনা বেগম মিনু, উদয়নের প্রোগ্রাম সমন্বয়কারী রুমকী আক্তার, ফাতেমা আক্তার মুক্তি, মোশারফ হোসেন, বিল্লাল হোসেনসহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী দেশের জনগোষ্ঠীর শতকরা ৪৫ জন শিশু। সে হিসেবে দেশের শিশুর সংখ্যা আনুমানিক ৬ কোটি ৩০ লাখ। এর মধ্যে শতকরা ২৭ ভাগ শহরে ও ৭৩ ভাগ গ্রামে বাস করে। প্রতিদিন অসংখ্য শিশু পরিবারে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রসহ সমাজের বিভিন্ন স্থানে দৈহিক ও মানসিক সহিংসতার শিকার হয়। সেই সঙ্গে বাল্যবিবাহ ও পাচারের মতো ভয়াবহ পরিণতিও হয় অনেক শিশুর।

২০১১ সালে প্রণীত শিশু নীতিমালায় শিশুদের মৌলিক অধিকারের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে। সরকারি নীতি ও আইন থাকা সত্ত্বেও বাংলাদেশে বাল্যবিবাহ, শিশুশ্রম, যৌন নির্যাতন, শিশু পাচার একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই অবস্থার প্রতিকারে সরকারসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

এ ছাড়া শিশু নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জরুরি সেবার হটলাইন ৯৯৯,১০৯ ও ১০৯৮-এর ব্যবহার সম্পর্কে শিশুদের সচেতন করতে সকলের প্রতি অনুরোধ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত