Ajker Patrika

বাজবে সানাই ডিসেম্বরে

বাজবে সানাই ডিসেম্বরে

অনেক দিন ধরেই বাতাসে ভাসছে বলিউড জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির প্রেমের গুঞ্জন। সম্পর্কের কথা প্রকাশ্যে না জানালেও বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হতে দেখা যায় তাঁদের। কফি উইথ করণ অনুষ্ঠানে করণ জোহর তাঁদের আলাদাভাবে জিজ্ঞেস করেছিলেন প্রেমের বিষয়ে। কবে এক হচ্ছে তাঁদের চার হাত—এ প্রশ্নও সিদ্ধার্থ-কিয়ারার কাছে রেখেছিলেন করণ। দুজনেই বিষয়টি সুন্দরভাবে এড়িয়ে গেছেন। তবে তাঁরা যে সম্পর্কে আছেন—তা কেউ অস্বীকার করেননি। কিয়ারা তো একধাপ এগিয়ে এটাও বলেছেন, সিদ্ধার্থ তাঁর শুধুই বন্ধু নয়, তার চেয়েও বেশি কিছু।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা গতকাল এক খবরে জানিয়েছে, আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুজনের ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছে, শেরশাহ জুটি সিদ্ধার্থ-কিয়ারা ডিসেম্বরেই তাঁদের বিয়ের তারিখ চূড়ান্ত করেছেন। মুম্বাইয়ে হবে বিয়ের অনুষ্ঠান। যেহেতু তাঁদের সম্পর্ক নিয়ে একধরনের আলোচনা আছে ভক্তদের মধ্যে, তাই আপাতত বিয়ের বিষয়টি গোপন রাখতে চাইছেন সিদ্ধার্থ-কিয়ারা। সবকিছু চূড়ান্ত হয়ে গেলেই দুজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সিদ্ধার্থ ও কিয়ারা একসঙ্গে ‘শেরশাহ’ সিনেমায় অভিনয় করেছেন। গুঞ্জন আছে, এ সিনেমায় কাজ করতে গিয়েই তাঁদের সম্পর্ক গাঢ় হয়। সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ অভিনীত ‘থ্যাঙ্ক গড’। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘যোধা’ ও ‘মিশন মজনু’। অন্যদিকে কিয়ারা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমার তালিকায় আছে ‘গোবিন্দ নাম মেরা’, ‘আরসি ১৫’ ও ‘সত্যপ্রেম কি কথা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত