দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহারে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় সাজু মণ্ডল (২৪) নিহত হওয়ার দুই মাসেও সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এখন আসামিরা জামিনে এসে তাঁর পরিবারকে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দিচ্ছেন।
সাজু হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে উপজেলার পালামগঞ্জ বাজার এলাকায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সাজুর পরিবারের সদস্য ও স্বজনেরা অংশ নেন।
পালামগঞ্জ বাজার এলাকার নুরু মন্ডলের ছেলে সাজু মন্ডল। তিনি রায়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত ১২ অক্টোবর হামলার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দ্বিতীয় দফা মারধরের শিকার হন তিনি। গত ১৭ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ীর মদিনা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাজুর ভাই আনোয়ার মণ্ডল বলেন, ‘মিলন শিকদারের জমির ব্যাপারে আমরা কোনোভাবেই সম্পৃক্ত নই। ঘটনার দিন চাল নিয়ে বাড়ি যাওয়ার পথে হাকিম ও তার ভাড়াটে বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা চালালে সাজু নিহত হয়। এখন আসামিরা জামিনে এসে আমাদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিচ্ছে।’
সাজুর মা বলেন, ‘হাকিম আমার কলিজার ধনকে মেরে ফেলেছে। আমি সইতে পারছি না। আমি হাকিমসহ জড়িতদের বিচার চাই।’
স্থানীয় ঝিন্টু ব্যাপারী ও মো. মিলন বলেন, সাজুকে যাঁরা হত্যা করেছেন, তাঁরা অনেক প্রভাবশালী। তাঁরা একাধিক সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যুক্ত।
থানার এসআই সুলতান মাহমুদ বলেন, সাজুর মৃত্যুর ঘটনায় গত ১৯ অক্টোবর ১১ জনের নামে মামলা করেন তাঁর ভাই। অভিযুক্ত ব্যক্তিরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন চান। তাই তাঁরা এখন জামিনে আছেন। আগামী বছরের ২৩ জানুয়ারি ঢাকা জজকোর্টে মামলার পরবর্তী শুনানি হবে।
ঢাকার দোহারে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় সাজু মণ্ডল (২৪) নিহত হওয়ার দুই মাসেও সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এখন আসামিরা জামিনে এসে তাঁর পরিবারকে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দিচ্ছেন।
সাজু হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে উপজেলার পালামগঞ্জ বাজার এলাকায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সাজুর পরিবারের সদস্য ও স্বজনেরা অংশ নেন।
পালামগঞ্জ বাজার এলাকার নুরু মন্ডলের ছেলে সাজু মন্ডল। তিনি রায়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত ১২ অক্টোবর হামলার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দ্বিতীয় দফা মারধরের শিকার হন তিনি। গত ১৭ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ীর মদিনা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাজুর ভাই আনোয়ার মণ্ডল বলেন, ‘মিলন শিকদারের জমির ব্যাপারে আমরা কোনোভাবেই সম্পৃক্ত নই। ঘটনার দিন চাল নিয়ে বাড়ি যাওয়ার পথে হাকিম ও তার ভাড়াটে বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা চালালে সাজু নিহত হয়। এখন আসামিরা জামিনে এসে আমাদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিচ্ছে।’
সাজুর মা বলেন, ‘হাকিম আমার কলিজার ধনকে মেরে ফেলেছে। আমি সইতে পারছি না। আমি হাকিমসহ জড়িতদের বিচার চাই।’
স্থানীয় ঝিন্টু ব্যাপারী ও মো. মিলন বলেন, সাজুকে যাঁরা হত্যা করেছেন, তাঁরা অনেক প্রভাবশালী। তাঁরা একাধিক সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যুক্ত।
থানার এসআই সুলতান মাহমুদ বলেন, সাজুর মৃত্যুর ঘটনায় গত ১৯ অক্টোবর ১১ জনের নামে মামলা করেন তাঁর ভাই। অভিযুক্ত ব্যক্তিরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন চান। তাই তাঁরা এখন জামিনে আছেন। আগামী বছরের ২৩ জানুয়ারি ঢাকা জজকোর্টে মামলার পরবর্তী শুনানি হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪