Ajker Patrika

বিএনপির ৯৯ শতাংশই স্বাধীনতাবিরোধী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১০: ৫৫
বিএনপির ৯৯ শতাংশই স্বাধীনতাবিরোধী

বিএনপির ৯৯ শতাংশ নেতা-কর্মীই স্বাধীনতাবিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ সেলিম বলেন, ‘বিএনপির ৯৯ শতাংশ লোকই স্বাধীনতাবিরোধী। তাদের চিন্তা-চেতনায় পাকিস্তান। বাকি এক শতাংশ ভুল করে বিএনপিতে আছে।’

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিকে মামাবাড়ির আবদার বলে অভিহিত করে শেখ সেলিম বলেন, ‘বিদেশে কেন পাঠাতে হবে? একজন কয়েদিকে পাঠালে বাকিদের পাঠাতে হবে না? বাংলাদেশে এখন অত্যন্ত উন্নতমানের চিকিৎসা রয়েছে। বিএনপি বিদেশে যেতে চায় ষড়যন্ত্র করার জন্য।’

স্বাচিপ প্রসঙ্গে শেখ সেলিম বলেন, সাধারণ ডাক্তারদের যে হয়রানি করা হতো তা রুখে দাঁড়াতেই স্বাচিপ প্রতিষ্ঠা করা হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই এই সংগঠনটি জনপ্রিয়তা লাভ করেছে।

স্বাচিপের মহাসচিব অধ্যাপক এম এ আজিজের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান। আলোচনায় অংশ নেন বিএসএমএমইউয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বর্তমান উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ, মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত