Ajker Patrika

বাংলাদেশে নিয়মিত হতে চান রুপন্তি

মীর রাকিব হাসান, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৭: ৩৬
বাংলাদেশে নিয়মিত হতে চান রুপন্তি

অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি অভিনেত্রী রুপন্তি আকিদ। অভিনয় করেছেন বেশ কয়েকটি বাংলা নাটকে। সম্প্রতি মুক্তি পাওয়া একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

রুপন্তি আকিদের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। বাবা বরগুনার, মায়ের বাড়ি রাজবাড়ী। পুরো পরিবার এখন অস্ট্রেলিয়ায় স্থায়ী। বাবা আকিদুল ইসলাম নাট্যকার ও পরিচালক। একসময় বাংলাদেশে বিনোদন সাংবাদিকতাও করতেন। মা অভিনয় করতেন ঢাকার মঞ্চে। রুপন্তিকে তাঁরা গড়েছেন সাংস্কৃতিক আবহে। কখনোই কোনো বিষয়ে জোর খাটাননি। বরং মেয়েকে এমন আবহে বড় করেছেন যে রুপন্তি নিজেই আগ্রহী হয়েছেন বাংলা স্কুলে পড়তে, গান বা আবৃত্তি করতে। এভাবেই একসময় রুপন্তি জড়ান স্থানীয় পথ প্রোডাকশন্স সংগঠনের সঙ্গে। সেখানেই শুরু হয় মঞ্চের কাজ, এরপর পর্দায়।

রুপন্তি অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে মাহফুজ আহমেদের পরিচালনায় ‘হ্যালো বাংলাদেশ’ ও ‘কেবলই রাত হয়ে যায়’। এ ছাড়া বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকী, সাগর জাহান, সকাল আহমেদের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। রুপন্তি বলেন, ‘ভালো স্ক্রিপ্ট হলে প্রতিবছর বাংলাদেশে গিয়ে কাজ করতে চাই।’

অস্ট্রেলিয়ার মিডিয়ায় কাজ করছেন রুপন্তি। সেই অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি সিডনিতে এজেন্সি রিপ্রেজেন্টেড। এজেন্ট আমার সব অডিশন ও শুট ম্যানেজ করে, প্রধানত অস্ট্রেলিয়ান এবং আমেরিকান প্রজেক্টের জন্য।’

সম্প্রতি রুপন্তি অভিনীত ‘আঘাত’ ও ‘আয়ত্তি’ নামের দুটি ওয়েব সিরিজ প্রকাশ হয়েছে। ‘আঘাত’-এর চরিত্রটি নিয়ে বেশ আশাবাদী রুপন্তি। নির্মাতা জায়েদ রেজোয়ান চ্যালেঞ্জ নিয়ে একজন টেররিস্টের চরিত্রে অভিনয় করিয়েছেন তাঁকে।

হলিউডের ছবিতেও অভিনয় করেছেন রুপন্তি। ‘থর: লাভ এন থান্ডার’ ছবিতে অভিনয় করেছেন। ২০২২ সালে মুক্তি পাবে এই ছবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত