Ajker Patrika

বিসিএস উত্তীর্ণ তাঁরা

মুরাদনগর প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ১৪
বিসিএস উত্তীর্ণ তাঁরা

মুরাদনগর উপজেলার ২১ জন ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এঁদের মধ্যে মুরাদনগর থানার বাসিন্দা ১২ জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান। গত রোববার থানা প্রাঙ্গণে তাঁদের শুভেচ্ছা জানানো হয়েছে।

মুরাদনগর থানার বাসিন্দা ১২ জন চিকিৎসক হলেন সদর ইউনিয়নের আলীরচর গ্রামের সাদ্দাম হোসেন, ছালিয়াকান্দি ইউপির আমপাল গ্রামের তানজিম হোসেন, জাহাপুর ইউপির শুশুন্ডা গ্রামের শাহিনুর ইসলাম, বল্লভদি গ্রামের হাসিব চৌধুরী, সাতমোড়া গ্রামের ইব্রাহীম হোসেন, পায়ব গ্রামের শারমিন আক্তার, পাহাড়পুর ইউপির উতরাইন গ্রামের মো. শাহরিয়ার ইনাম খান পাপ্পু, পাহাড়পুর গ্রামের ইসতিয়াক আহমেদ সিকদার সাগর, ধামঘর ইউপির খুরুইল গ্রামের মো. সাজ্জাদ হোসেন, যাত্রাপুর গ্রামের হরি নারায়ন দেবনাথ, ছালিয়াকান্দি ইউপির নেয়ামত কান্দি গ্রামের মারুফা তাসকিন, কাজিয়াতল ইউপির পালাসুতা গ্রামের ফারজানা ইসলাম।

আর বাঙ্গরা বাজার থানার ৯ জন হলেন হায়দরাবাদের জওহার অনন্যা, দিঘির পাড়ের জান্নাতুল ফেরদৌস, শ্রীকাইলের নাজমা আক্তার, রোয়াচালার ফারজানা জান্নাত জেরিন, বলীঘরের মো. গিয়াস উদ্দিন, বাইড়ার মেহেদী হাসান ইয়াহিয়া, কোরবানপুরের আবু বকর ছিদ্দিক, টনকীর মো. শরীফুল ইসলাম ও ভাঙ্গানগর গ্রামের এস এম সামিউল নাফিস।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, ‘মুরাদনগরবাসীর গৌরব এই চিকিৎসকেরা। শুভেচ্ছা নিতে এসে নিজেদের মধ্যে পরিচিত হয়েছেন তাঁরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত