Ajker Patrika

সালাম দেওয়ার ইসলামি শিষ্টাচার

মুফতি খালিদ কাসেমি
সালাম দেওয়ার ইসলামি শিষ্টাচার

আরবি সালাম শব্দের অর্থ শান্তি, নিরাপত্তা, অভিবাদন ইত্যাদি। সালাম ইসলামের অন্যতম নিদর্শন। মুসলিমদের জন্য সালামকে অভিবাদন-বাক্য হিসেবে প্রণয়ন করা হয়েছে।

মুসলিমরা যখন পরস্পর মিলিত হয়, তখন আসসালামু আলাইকুম বলে একে অপরকে অভিবাদন জানায়। সালাম দেওয়া-নেওয়ার কিছু আদব রয়েছে, যা মহানবী (সা.) উম্মতকে শিখিয়েছেন। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার তুলে ধরা হলো:

১. সালামের প্রসার ঘটানো।
২. সালামের শব্দগুলো পরিপূর্ণভাবে আদায় করা। অর্থাৎ অন্তত ‘আসসালামু আলাইকুম’ বলা। ‘ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’ যোগ করা উত্তম।
৩. অমুসলিমদের অনুকরণে অভিবাদন না জানানো।
৪. অপরের সালামের প্রত্যাশা না করে নিজ থেকে সালাম দেওয়া।
৫. অমুসলিমদের সালামের উত্তরে শুধু ‘ওয়ালাইকুম’ বলা।
৬. সালাম দেওয়ার পরই অন্য কথা বলা।
৭. সালামের উত্তর না পেলে তিনবার সালাম দেওয়া।
৮. ছোটরা বড়কে, পদচারী বসা ব্যক্তিকে এবং অল্প লোক বেশি লোককে সালাম দেওয়া।
৯. শিশুদের সালাম দেওয়া সুন্নত।
১০. মাহরাম নারীদের সালাম দেওয়া।
১১. কোনো বৈঠক থেকে ওঠার সময় সালাম দেওয়া।
১২. ঘরে ঢোকার সময় পরিবারের লোকদের সালাম দেওয়া।
১৩. ঘরে কেউ না থাকলে এভাবে সালাম দেওয়া—‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন’।
১৪. সালামের উত্তর দেওয়া ওয়াজিব।
১৫. সালামদাতার চেয়ে উত্তম শব্দে কিংবা হুবহু সেই শব্দে উত্তর দেওয়া।
১৬. অনুপস্থিত ব্যক্তির কাছে সালাম পাঠানো সুন্নত।
১৭. অনুপস্থিত ব্যক্তির পাঠানো সালামের উত্তর ‘আলাইকা ওয়া আলাইহিস সালাম’ বলে দেওয়া উচিত।

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত