Ajker Patrika

কলকাতায় সেরা কুড়া পক্ষীর শূন্যে উড়া

কলকাতা প্রতিনিধি
কলকাতায় সেরা কুড়া পক্ষীর শূন্যে উড়া

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার সম্মান পেল মুহাম্মদ কাইউম নির্মিত বাংলাদেশের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। উৎসবটির ২৮তম আসরের ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে যৌথভাবে এ পুরস্কার পেয়েছে সিনেমাটি। পুরস্কার হিসেবে নির্মাতার হাতে গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ও পুরস্কার মূল্য ৫১ লাখ রুপি তুলে দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

পরিচালক মুহাম্মদ কাইউম বলেন, ‘কিছু অনুভূতি আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। প্রথম সিনেমা দিয়েই কলকাতা চলচ্চিত্র উৎসবের মতো জায়গায় পুরস্কারপ্রাপ্তি। ভাষা হারিয়ে ফেলেছি। এটা শুধু আমার নয়, দেশের জন্যও গর্বের। এই পুরস্কার প্রিয় বন্ধু, প্রয়াত গাজী মাহতাব হাসান, সব কলাকুশলী এবং অভিনয় শিল্পীদের প্রতি উৎসর্গ করছি।’

দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমাটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবীশ ও উজ্জ্বল কবির হিমু।

একই বিভাগে সেরার পুরস্কার পেয়েছে স্পেনের সিনেমা ‘আপন এন্ট্রি’। এ ছাড়া ‘হিটলারস উইচ’ সিনেমার জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার দুই পরিচালক আর্নেস্তো আরদিতো ও ভিরনা মোলিনা। এ বিভাগে বিশেষ জুরি সম্মান পেয়েছে ইরানের ‘সাইলেন্ট গ্লোরি’। সেরা তথ্যচিত্র হয়েছে নেহা শর্মার ‘নিব্রিম দ্য আন সেটেল্ড শেড’। এ বছর নেটপ্যাক পুরস্কার জিতেছে নিল মুহিদ্দিন মুজফ্ফর পরিচালিত তাজিকিস্তানের ছবি ‘ফরচুন’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত