Ajker Patrika

আ.লীগ নেতাকে পেটাল কাউন্সিলরের লোক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ৫৫
আ.লীগ নেতাকে পেটাল কাউন্সিলরের লোক

কিশোরগঞ্জের ভৈরবে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুজনকে পিটিয়ে আহত করারা অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলর ফজলু মিয়ার সমর্থকদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জগন্নাথপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একজন পাথর বালু ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ পুলিশ একজনকে আটক করেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর শহরের জগন্নাথপুরের বাসিন্দা মুক্তিযোদ্ধার মতিউর রহমানের মেয়ে মিতার সঙ্গে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা পাথর সাখাওয়াত হোসেন সুজনের জায়গায় সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। শুধু তাই নয়, বিষয়টি সমাধানে এলাকায় বেশ কয়েক বার সালিস বৈঠকও হয়। কিন্তু বিষয়টির কোনো সুরাহা হয়নি। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে একপক্ষ জায়গা দখল করতে গেলে হামলা ও মারধরের ঘটনা ঘটে।

আহত আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুজনের পরিবারের সদস্যদের দাবি, পৌর কাউন্সিল ফজলু মিয়া লোকজন নিয়ে জায়গা দখল নিতে যান। এ সময় বাধা দিলে সুজনকে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলু মিয়া হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সুজন ও তাঁর লোকজনই আগে হামলা করেন। পরে তিনি বিষয়টি থানা-পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।’

ভৈরব থানার ওসি মো. শাহিন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এ নিয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত