Ajker Patrika

৬ করাতকলের জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২১: ৫৫
৬ করাতকলের জরিমানা

নিবন্ধন না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬টি করাতকলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুটি-চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এসব করাতকল মালিককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিব সরকার। অভিযানে আগামী এক মাসের মধ্যে নিবন্ধনের আওতায় আসতে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, কসবায় করাতকল রয়েছে ৪৪টি। এসবের বেশ কয়েকটিতে নেই নিবন্ধন। এমন অভিযোগে গতকাল বৃহস্পতিবার অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিব সরকারের নেতৃত্বে এই অভিযান চলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব সরকার বলেন, উপজেলায় যেসব করাতকলের নিবন্ধন নেই, দ্রুত করাতে হবে। অন্যথায় এসব করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত